ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৃদু শৈত্যপ্রবাহ শুরু, কাঁপছে উত্তরাঞ্চল

প্রকাশিত: ০৬:০৪, ১৯ ডিসেম্বর ২০১৪

মৃদু শৈত্যপ্রবাহ শুরু, কাঁপছে উত্তরাঞ্চল

স্টাফ রিপোর্টার ॥ দেশে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। পৌষ সঙ্গে করে নিয়ে এসেছে মৃদু শৈত্যপ্রবাহ। অনুভূত হচ্ছে তীব্র শীত। কুয়াশা ও ঠা-া বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। দেশের সব ক’টি জেলাতেই সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হ্রাস পেয়েছে, যা তীব্র শীতের অন্যতম কারণ। কনকনে শীত ও কুয়াশায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। শীতজনিত কারণে হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তীব্র শীত ও কুয়াশায় বোরো বীজতলায় ‘কোল্ড ইনজুরি’ দেখা দিয়েছে। অনেক এলাকায় সাময়িকভাবে বন্ধ থাকছে ধানের চাতালগুলো। শীতবস্ত্রের অভাবে চরম কষ্টে পড়েছে ছিন্নমূল ও দরিদ্র মানুষ। বিভিন্ন এলাকায় সরকারী শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, কুয়াশায় উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে শীত বেশি অনুভূত হচ্ছে। তবে শীতের মৌসুম চলে আসায় পর্যায়ক্রমে শীত আরও বাড়বে। আজ শুক্রবারও শৈত্যপ্রবাহ নতুন নতুন এলাকায় বিস্তার লাভ করতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী ৫ দিন আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না। জানুয়ারিতে আসবে তীব্র শৈত্যপ্রবাহ।
×