ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জিম্মি ঘটনার সঙ্গে ইসলামের সম্পর্ক নেই ॥ এ্যাবোট

প্রকাশিত: ০৫:৫৩, ১৮ ডিসেম্বর ২০১৪

জিম্মি ঘটনার সঙ্গে ইসলামের সম্পর্ক নেই ॥ এ্যাবোট

সিডনির জিম্মিকারী মান হারুন মনিসের সঙ্গে ইসলামের সম্পর্কের বিষয়টি প্রত্যাখ্যান করে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবোট। এবিসি টেলিভিশনের এক অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন। এ্যাবোট বলেন, আমরা আইরিশ রিপাবলিকান আর্মির (আইআরএ) জন্য পোপকে দায়ী করতে পারি না। নিজেদের খ্রীস্টান বলে দাবি করা কিছু লোকের নির্বুদ্ধিতা ও উন্মাদনার জন্য আমরা ক্যাথলিকদের দোষ দিতে পারি না। ওই অনুষ্ঠানের উপস্থাপক ক্রিস উলম্যান প্রদানমন্ত্রীকে বারবার প্রশ্ন করেন যে, ইসলামী সম্প্রদায়ের নেতাদের সঙ্গে খুব কমসংখ্যক ব্যক্তির চরমপন্থার দিকে আকর্ষণের প্রতি আলোচনার প্রয়োজন আছে কিনা। পরিবেশ সচেতনতায় পর্যটন ইন্দোনেশিয়ার পশ্চিম নুসা টেগারার লোম্বক দ্বীপে গত মাস থেকে শুরু হয়েছে ‘ইন্দোনেশিয়া-সিঙ্গাপুর এনভায়রনমেন্ট ফিশিং টুরিজম’। উদ্দেশ্য, ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ জলজ সম্পদ হাঙ্গরকে বিলুপ্তি থেকে রক্ষা করা। লোম্বক এখন ইন্দোনেশিয়ার অন্যতম প্রধান বাণিজ্য এলাকা। হাঙ্গরের চাহিদা বাড়ছে এখানে। ফলে জেলেরা প্রতিদিন যে হারে হাঙ্গর শিকার শুরু করেছে তাতে উদ্বিগ্ন পরিবেশবাদীরা। জীবিকা উপার্জনের জন্য হাঙ্গরের ওপর তাদের নির্ভরতা পড়েছে। এ বিষয়ে সচেতনতা বাড়ানোই পর্যটন কর্মসূচীটির উদ্দেশ্য। এতে স্কুলের ছাত্রছাত্রীদের ডুবুরির বেশে পানির গভীরে নামিয়ে হাঙ্গর সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জনের সুযোগ-ব্যবস্থা রাখা হয়েছে। -এএফপি
×