ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল

প্রকাশিত: ০৫:৫০, ১৮ ডিসেম্বর ২০১৪

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল

গফরগাঁও নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গফরগাঁও উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা বুধবার অনুষ্ঠিত হয়। স্থানীয় ইসলামিয়া সরকারী হাইস্কুল মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ফাইনাল খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে সতেরবাড়ি-গোলাবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ছেলেদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপে চরআলগী কান্দাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কু-ু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার প্রমুখ। কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার মজিদা আদর্শ ডিগ্রী কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্লাহ। উদ্বোধনী খেলায় উলিপুরের কালপানি বজরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উলিপুরের যমুনা ব্যাপারিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ভুরুঙ্গামারী বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ভুরুঙ্গামারী বাঁশজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করেন। মাগুরা সঞ্জয় রায় চৌধুরী, মাগুরা ॥ বুধবার থেকে মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধন করেন সংসদ সদস্য কামরুল লায়লা জলি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মু. মাহবুবর রহমান ও পুলিশ সুপার জিহাদুল কবীর। মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত সেমিফাইনালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাগুরা সদরের ফুলবাড়ী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে শ্রীপুরের বড়জোকা প্রাথমিক বিদ্যালয় দলকে, মহম্মদপুর ২-১ গোলে শালিখাকে পরাজিত করে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট মহম্মদপুর ১-০ গোলে শালিখাকে এবং অপর খেলায় শ্রীপুরের গোয়লদহ প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে সদরের ধলহরা প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উন্নীত হয়।
×