ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় বীরদের ঢাকায় ব্যস্ত দিন অতিবাহিত

প্রকাশিত: ০৫:৩২, ১৮ ডিসেম্বর ২০১৪

মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় বীরদের ঢাকায় ব্যস্ত দিন অতিবাহিত

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ১৬ জন বীর যোদ্ধার সমন্বয়ে ২০ সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার নৌ সদর দপ্তরে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব ও বিমান সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী এবং সশস্ত্র বাহিনী বিভাগে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। মধ্য দিয়ে ব্যস্ততম দিন অতিবাহিত করে। প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল আনন্দ স্বরূপ (অবঃ)। এ সময় তাঁরা ভারতীয় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত বীরযোদ্ধাগণের সঙ্গে পারস্পরিক কুশল বিনিময় ও মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। সাক্ষাতকালে নৌ সদর ও বিমান সদরের পিএসওসহ উর্ধতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি বিজয় দিবস-২০১৪ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ১৫ ডিসেম্বর রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। সফরকালে তাঁরা বিজয় দিবস উদযাপনের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। প্রতিনিধি দলটি ২০ ডিসেম্বর বাংলাদেশ ত্যাগ করবেন। আইএসপিআর।
×