ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কৃষি সাংবাদিকতা কোর্স

ঢাবি ও ক্যাটালিস্টের মধ্যে সমঝোতা স্মারক সই

প্রকাশিত: ০৫:৩২, ১৮ ডিসেম্বর ২০১৪

ঢাবি ও ক্যাটালিস্টের মধ্যে সমঝোতা স্মারক সই

কৃষি সাংবাদিকতা বিষয়ে পূর্ণাঙ্গ কোর্স চালুর লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও কৃষি উন্নয়ন প্রকল্প ক্যাটালিস্ট’র মধ্যে ১৭ ডিসেম্বর বুধবার একটি সমঝোতা স্মারক সই হয়েছে। উপাচার্যের কার্যালয়ে এ স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ কামালউদ্দিন এবং ক্যাটালিস্ট’র মহাব্যবস্থাপক মার্কাস এহমান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া, ক্যাটালিস্ট’র ক্রস সেক্টর প্রধান আশফাক এনায়েতুল্লাহসহ কর্মকর্তাবৃন্দ। এ সময় গণমাধ্যম বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের স্নাতক শিক্ষার্থীদের জন্য কৃষি সাংবাদিকতা বিষয়ে পূর্ণাঙ্গ কোর্স প্রণয়ন ও পরিচালনায় সহযোগিতা করছে ক্যাটালিস্ট। -বিজ্ঞপ্তি প্রতিবাদ বিগত ৫ ডিসেম্বর ‘খালেদা জিয়ার সঙ্গে কিছু বর্তমান ও সাবেক আমলার গোপন বৈঠক’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা এস এম হুমায়ুন কবীর। প্রতিবাদ লিপিতে তিনি লিখেছেন, ওই দিন রাত সাড়ে দশটা পর্যন্ত তিনি সরকারী জরুরী কাজে ব্যস্ত ছিলেন।
×