ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিলেটে অটোরিক্সা শ্রমিকদের সংঘর্ষ চলাকালে ওসির মত্যু

প্রকাশিত: ০৫:২৮, ১৮ ডিসেম্বর ২০১৪

সিলেটে অটোরিক্সা শ্রমিকদের সংঘর্ষ চলাকালে ওসির মত্যু

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সিলেটের গোয়ালাবাজারে বুধবার অটোরিক্সা শ্রমিকদের সংঘর্ষ চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে মারা গেছেন ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান। ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেল পৌনে ৪টায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে ওসি মোস্তাফিজুরের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সিলেটের ওসমানীনগর থানাধীন গোয়ালাবাজারে সিএনজি অটোরিক্সা শ্রমিকদের একাংশের নেতারা প্রায় ৬ মাস পূর্ব থেকে নতুন স্ট্যান্ড খোলার দাবি জানিয়ে আসছিলেন। চার মাস আগে অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি নং ৭০৭) -এর জেলা শাখার নেতারা দক্ষিণ গোয়ালাবাজার শ্রমিক ইউনিয়ন নামে নতুন শাখা করে স্ট্যান্ড স্থাপনের উদ্যোগ নেন। এতে বাধা দেন গোয়ালাবাজার শ্রমিক ইউনিয়নের নেতারা। এনিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে জেলার নেতারা নতুন শাখা খোলা স্থগিত রাখেন। নতুন স্ট্যান্ডের দাবিতে বুধবার সকাল ১০টায় দক্ষিণ গোয়ালাবাজারের শ্রমিকরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এ নিয়ে গোয়ালাবাজার শাখার শ্রমিকদের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হলে ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন। দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ গোয়ালাবাজারের অটোরিক্সা শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধ করলে ওসি মোস্তাফিজুর রহমান পুলিশ নিয়ে সেখানে যান। তখন পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়। এই পর্যায়ে ওসি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই অসুস্থ হয়ে মাঠিতে পড়ে যান। এই অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৪টার দিকে তাঁর মৃত্যু ঘটে। কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, ওসি মোস্তাফিজ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
×