ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অপকর্মে জড়িত পুলিশের বিরুদ্ধে আইনী ব্যবস্থা ॥ বেনজীর

প্রকাশিত: ০৭:১০, ১৭ ডিসেম্বর ২০১৪

অপকর্মে জড়িত পুলিশের বিরুদ্ধে আইনী ব্যবস্থা ॥ বেনজীর

স্টাফ রিপোর্টার ॥ ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ জানিয়েছেন, পুলিশ বাহিনীতে যারা অপকর্মে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। মঙ্গলবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার গেটে ধূমপান বিরোধী এক র‌্যালির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, পুলিশের মধ্যে কেউ যদি দুর্বৃত্তায়ন করতে চায় তাদের ধরে আইনের আওতায় আনা হবে। পুলিশ-জনতা ভাই-ভাই এই সেøাগানে বিশ্বাসী হয়ে দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে। তিনি বলেন, সোমবার মৎস্যভবন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কঠোর শাস্তির জন্য সুপারিশ করা হবে। এ নিয়ে বিতর্কের কিছু নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেনজীর বলেন, ভারতে যেসব ঘটনা ঘটছে, সেগুলো আমরা পর্যবেক্ষণ করছি। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সেখানে যা কিছু হচ্ছে তা আমরা পর্যবেক্ষণ করছি। দেশের জন্য যা কিছু করা দরকার তাই করা হবে।
×