ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেরপুরে লাশ দাফন করতে না দেয়ার ঘোষণা

কামারুজ্জামানের ফাঁসি ৩১ ডিসেম্বরের মধ্যে কার্যকর দাবি

প্রকাশিত: ০৫:৪৪, ১৭ ডিসেম্বর ২০১৪

কামারুজ্জামানের ফাঁসি ৩১ ডিসেম্বরের মধ্যে  কার্যকর দাবি

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৬ ডিসেম্বর ॥ এবার যুদ্ধাপরাধের মামলায় উচ্চ আদালতে বহাল থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের আলবদর প্রধান ও জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের লাশ শেরপুরে দাফন করতে না দেয়ার ঘোষণা দিয়েছেন তার (কামারুজ্জামানের) স্ত্রী মোছাঃ নুরুন্নাহারের বড়ভাই (সমন্ধী) জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও অগ্রণী ব্যাংকের সাবেক জিএম আবু সালেহ মোঃ নুরুল ইসলাম হীরু। ১৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ওই ঘোষণা দেন। একইসাথে তিনি বিজয়ের এ মাসে, ৩১ ডিসেম্বরের মধ্যে তার ফাঁসি দ্রুত কার্যকরের দাবি জানান। জানা যায়, মহান বিজয় উদযাপন উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারদলীয় হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। জেলা প্রশাসকের মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মেহেদুল করিম, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও পৌর মেয়র হুমায়ুন কবীর রুমানের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু।
×