ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ময়মনসিংহ স্মৃতিসৌধে গণমানুষের ঢল

প্রকাশিত: ০৫:৪৩, ১৭ ডিসেম্বর ২০১৪

ময়মনসিংহ স্মৃতিসৌধে গণমানুষের ঢল

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ রাজাকার ও যুদ্ধাপরাধীমুক্ত দেশ গড়ার দৃপ্ত শপথ গ্রহণের মধ্য দিয়ে ময়মনসিংহে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহর থেকে গণমানুষের ঢল নেমেছিল ময়মনসিংহের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে। রাত ১২টা ১ মিনিটে ময়মনসিংহ পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভসূচনা করা হয়। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, এরপর ময়মনসিংহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌর সভার মেয়র, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
×