ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিজয় র‌্যালিতে চট্টগ্রামে হাজারো মানুষের ঢল

প্রকাশিত: ০৫:৪৩, ১৭ ডিসেম্বর ২০১৪

বিজয় র‌্যালিতে চট্টগ্রামে হাজারো মানুষের  ঢল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ‘মুক্তিযুদ্ধের বিজয়, বীর বাঙালীর অহঙ্কার’- স্পর্ধিত স্লোগানে মঙ্গলবার মহান বিজয় দিবসের বিজয় র‌্যালিতে চট্টগ্রামে হাজার হাজার নারী-পুরুষের ঢল নেমেছিল। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের আয়োজনে সকালে স্টেডিয়াম এলাকার বিজয় মেলার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব, আন্দরকিল্লা, লালদীঘি, কোতোয়ালি, নিউমার্কেট, জুবিলী রোড হয়ে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় ঘোড়ার গাড়ি, ঢাক-ঢোল, রঙ-বেরঙের পতাকা, ব্যানার, ফেস্টুনসহকারে ব্যান্ডপার্টি নিয়ে বিজয় মেলা পরিষদের ব্যানারে বের করা হয় বর্ণিল বিজয় শোভাযাত্রা। প্রজ্বলিত বিজয় শিখার পাদদেশে একটি অস্থায়ী মঞ্চ গড়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের পর বের করা হয় এই শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। শোভাযাত্রায় অংশগ্রহণ করে শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়সের হাজার হাজার মানুষ। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের এ শোভাযাত্রার অগ্রভাগে ছিল ঘোড়ার গাড়িতে শিশু কিশোররা। এরপর বহন করা হয় বিশাল সাইজের একটি জাতীয় পতাকা। শোভাযাত্রাটির শেষদিকে ছিল কয়েকটি ট্রাকে নারীদের অংশগ্রহণ। এই শোভাযাত্রা প্রজ্বলিত বিজয় শিখা এলাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, কোতোয়ালি, নিউমার্কেট ও জুবিলী রোড হয়ে বিজয় শিখা মঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো চেয়ারম্যান বদিউল আলম, মহাসচিব আহমেদুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, আওয়ামী লীগ নেতা নঈম উদ্দিন চৌধুরী, এ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা কমান্ডার মো. সাহাব উদ্দিন এবং আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
×