ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিরলো সিরি এ’র বর্ষসেরা ফুটবলার

প্রকাশিত: ০৫:৩৬, ১৭ ডিসেম্বর ২০১৪

পিরলো সিরি এ’র বর্ষসেরা ফুটবলার

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ইতালির সিরি এ লীগের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন আন্দ্রে পিরলো। সেরা হিসেবে জুভেন্টাসের এই মিডফিল্ডারের নাম ঘোষণা করা হয় সোমবার রাতে। ২০১৩-১৪ মৌসুমের সেরা খেলোয়াড় হয়েছেন ৩৫ বছর বয়সী এই তারকা। বর্ষসেরার পুরস্কার বাজিমাত করার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে পিরলো বলেন, এই পুরস্কার জেতা সব সময়ই আনন্দের। তবে দলের সাফল্য সবার আগে। কোচ ও সাংবাদিকদের ভোটে সেরাদের নাম ঘোষণা করা হয়। বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন ইতালি জাতীয় দলের বর্তমান কোচ ও জুভেন্টাসের সাবেক কোচ এ্যান্টোনিও কন্টে। গত মৌসুমে ৩০তম সিরি এ শিরোপা জয় করে জুভেন্টাস। পাশাপাশি উঠেছিল উয়েফা ইউরোপা লীগের সেমিফাইনালেও। ২০১১ সালে এসি মিলান ছেড়ে জুভেন্টাসে যোগ দেন পিরলো। ইতালি জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ১১৩ ম্যাচ খেলা তারকা এই মিডফিল্ডার এখানে থেকেই ক্যারিয়ার শেষ করতে পারেন বলে জানা গেছে। তবে ৩৫ বছর বয়সী এই ফুটবলার রিয়াল মাদ্রিদ, চেলসি অথবা বার্সিলোনায় খেলতে পারতেন বলে দাবি করেছেন। তার মতে, টানা কয়েক মৌসুম প্রস্তাব থাকার পরও নানা কারণে এসব ক্লাবে যাওয়া হয়নি। দশ বছরের মায়াজাল ত্যাগ করে মিলান ছেড়েছিলেন পিরলো। গুঞ্জন ছিল, ক্লাব প্রেসিডেন্ট সিলভিও বার্লুসকোনির কারণেই সানসিরো ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। মিলান প্রেসিডেন্ট কিছুতেই চাননি পিরলো সেখানে থাক। সাবেক ইন্টার মিলান তারকা আপসোসের সুরে বলেন, আমি একবার চেলসির সঙ্গে চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। সে সময় বার্লুসকোনি আমাকে মিলানে থেকে যেতে বলেন। আমি ফ্যাবিও কাপেলোর রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার কাছাকাছি পৌঁছেছিলাম ২০০৬ সালে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ২০১১ সালে বার্সিলোনার তৎকালীন কোচ পেপ গার্ডিওলা পিরলোকে ন্যুক্যাম্পে নিতে চেয়েছিলেন। সেবারও মিলান প্রেসিডেন্ট বার্লুসকোনি থামিয়ে দেন বলে জানান পিরলো। কিন্তু মিলান প্রেসিডেন্টই পরবর্তীতে পিরলোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন বলে জানা যায়। যে কারণে সানসিরো ছাড়তে হয় তাঁকে। এ প্রসঙ্গে পিরলো বলেন, নিশ্চিত করেই বলব, জুভেন্টাসে আসা আমার ক্যারিয়ারের সেরা সিদ্ধান্ত। মিলান ছাড়তে আমি বাধ্য হয়েছি। এই পরিবর্তন প্রয়োজন ছিল। জুভেন্টাসের হয়ে ক্লাব ক্যারিয়ারের ইতি টানারও স্বপ্ন দেখছেন পিরলো।
×