ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হ্যামারশোল্ডের মৃত্যু রহস্য উদ্ঘাটনে তদন্ত দাবি

প্রকাশিত: ০৫:০৪, ১৭ ডিসেম্বর ২০১৪

হ্যামারশোল্ডের মৃত্যু রহস্য উদ্ঘাটনে তদন্ত দাবি

সাবেক জাতিসংঘ মহাসচিব ড্যাগ হ্যামারশোল্ডের রহস্যময় মৃত্যুর ৫০ বছরের বেশি সময় পর এ নিয়ে এখন যে প্রশ্ন উঠেছে সে বিষয়ে একটি উন্মুক্ত তদন্তের জন্য জাতিসংঘের কাছে সুইডেন আহ্বান জানিয়েছে। সুইডেন মনে করে এর ফলে যে ‘উন্মুক্ত ক্ষত’ তৈরি হয়েছে তা প্রশমিত হওয়া দরকার। হ্যামারশোল্ড ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর জাম্বিয়ায় (তৎকালীন রোডেশিয়ার এনডোলার কাছে) এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। তিনি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে জাতিসংঘের একটি শান্তি মিশন নিয়ে যাচ্ছিলেন। এ নিয়ে করা বহু তদন্ত প্রতিবেদন থেকেও দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। বিষয়টি নতুন করে তদন্ত বিশেষজ্ঞদের সমম্বয়ে একটি প্যানেল গঠন করার জন্য জাতিসংঘে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত পার থোরেসন সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছেন। জাম্বিয়াসহ ৪১টি দেশ প্রস্তাবটির উদ্যোক্তা। -এএফপির
×