ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুলিশ নিয়োগ দিয়েও সরকার রেহাই পাবে না ॥ ফখরুল

প্রকাশিত: ০৬:৪৪, ১৬ ডিসেম্বর ২০১৪

পুলিশ নিয়োগ দিয়েও সরকার রেহাই পাবে না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকার ক্ষমতা স্থায়ী করতে এবং বিএনপিকে দমাতে আরও ৫০ হাজার পুলিশ নিয়োগ দিচ্ছে। ৫০ হাজার কেন, ৫০ লাখ পুলিশ নিয়োগ দিয়েও সরকার রেহাই পাবে না। দেশের ১৬ কোটি মানুষ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অগণতান্ত্রিক সরকার হটাতে তারা শপথ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বাধীনতার ৪৩ বছর পর শেখ মুজিবুরের সুকন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের মানুষদের ভোটারবিহীন নির্বাচন উপহার দিয়েছেন। যার মাধ্যমে গণতন্ত্রকে পেড়েক মেরে কবরে পাঠিয়ে দিয়েছেন। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে সরকার নতুন করে ৩ হাজার জনের তালিকা করছে। আগামী বছরের জানুয়ারি মাসে নেতাকর্মীদের গ্রেফতারের জন্যই এ তালিকা করা হয়েছে। গ্রেফতার নির্যাতন করে বিএনপির আন্দোলন দমানো যাবে না। দেশের গণতন্ত্র আজ মৃত। গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনের শপথ নিতে হবে। দেশের মানুষ বিজয় দিবসে শপথ নিয়েছে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হয়ে সরকারকে উৎখাত করেই ঘরে ফিরে যাবে। আলোচনাসভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একাত্তরের মতো আরও ত্রিশ লাখ মানুষের রক্তের বিনিময়ে ক্ষমতাসীন ও অবৈধ সরকারকে হটিয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। বিজয় দিবসেও দেশের মানুষের কোন আনন্দ নেই। যেদিন এই অবৈধ সরকার ক্ষমতা ছেড়ে দেবে সেই দিনই দেশের মানুষের আনন্দ ফিরে আসবে। বিএনপি আয়োজিত এ আলোচনাসভায় বক্তব্য রাখেন, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব) অলি আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম, সেলিমা রহমান, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, শমসের মবিন চৌধুরী, কল্যাণ পার্টির চেয়রম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতীক প্রমুখ। ২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপির জনসভা ॥ আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ধারাবাহিক জেলা সফরের অংশ হিসেবে ২৭ ডিসেম্বর শনিবার গাজীপুরে জনসভার স্থান নির্ধারণ করা হয়েছে। ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ মাঠে ২০ দলীয় জোট এ জনসভার আয়োজন করেছে। বিজয় দিবসে বিএনপির কর্মসুচী ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সকাল ৮টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এছাড়া সাভারে পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল ৯টায় শেরেবাংলানগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারেও শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার এ কর্মসূচীতে উপস্থিত থাকবেন বলে বিএনপির দফতর
×