ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চারঘাটে ছিনতাইয়ের চেষ্টাকালে আটক এক

প্রকাশিত: ০৬:৩৮, ১৬ ডিসেম্বর ২০১৪

চারঘাটে ছিনতাইয়ের চেষ্টাকালে আটক এক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ছিনতাইয়ের চেষ্টাকালে রাজশাহীর চারঘাটে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ১৬ মামলার আসামি মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে চারঘাট থানা পুলিশ তাকে থানাপাড়া থেকে গ্রেফতার করে। মাসুম উপজেলার বথুয়া গ্রামের মেছের আলীর ছেলে। সে পুলিশের তালিকাভুক্ত ডাকাত দলের সদস্য বলে জানিয়েছেন চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্ত্তুজা। স্থানীয়রা জানান, সোমবার সকালে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মী দেলোয়ার হোসেন মোটরসাইকেলে বথুয়া ও স্বাদীপুর এলাকার কিস্তির টাকা নিয়ে ফেরার পথে ছিনতাইকারীররা মোটরসাইকেল এবং নগদ ৭০ হাজার টাকা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। তবে এলাকাবাসীর ধাওয়ার মুখে মোটরসাইকেল রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। ওয়ার্ল্ড ভার্সিটির সিএসই উৎসব সমাপ্ত শনিবার বিকেলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত তৃতীয় কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি (সিএসই ফেস্টিভ্যাল) উৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান। প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন ছড়াকার সাইদুজ্জামান রওশন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী, উপদেষ্টা অধ্যাপক ড. মুশফিক এম চৌধুরী ও সহকারী অধ্যাপক কাজী হাসান রবিন।-বিজ্ঞপ্তি। অতীশ দীপঙ্কর বিপ্র বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সভা শনিবার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বনানীস্থ সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আনোয়ারা বেগম। উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর এম মাহবুবুর রহমান, শাহজাহান মোহাম্মদ মহিউদ্দিন, আরিফুল বারী মজুমদার প্রমুখ। সভায় প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, প্রশাসনিক ও শিক্ষা ব্যবস্থাপনা সংক্রান্ত অর্গানোগ্রাম প্রণয়ন এবং নিজস্ব স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু করার সিদ্ধান্ত হয়। -বিজ্ঞপ্তি।
×