ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পার্বত্য চট্টগ্রামে আলো ছড়াচ্ছে পাড়া কেন্দ্র

প্রকাশিত: ০৬:৩৭, ১৬ ডিসেম্বর ২০১৪

পার্বত্য চট্টগ্রামে আলো ছড়াচ্ছে পাড়া কেন্দ্র

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৫ ডিসেম্বর ॥ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি) পাড়া কেন্দ্রগুলো পাহাড়ে জ্ঞানের আলো ছড়াচ্ছে, শুধু শিক্ষা নয়, স্বাস্থ্য সেবা গ্রহণ করে উপকৃত হচ্ছে স্থানীয়রা। জানা গেছে, ইউনিসেফের আর্থিক সহায়তায় ৩ থেকে ৫ বছরের শিশুদের নিয়ে গঠিত পাড়া কেন্দ্র কর্মীরা শিশুদের পাঠদানের পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করে আসছে। নাইক্ষ্যংছড়ি উপজেলায় সর্বমোট পাড়া কেন্দ্র রয়েছে ১৬৯টি। এর মধ্যে বাইশারী ইউনিয়নে ৪৯, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ৪২, ঘুমধুম ইউনিয়ন ৪১, দৌছড়ি ইউনিয়ন ১৬, সোনাইছড়ি ইউনিয়নে রয়েছে ২১টি। আরও জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি) পাড়া কেন্দ্রগুলোতে সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত শিশুদের পাঠদান এবং ১১টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রের আশপাশের গর্ভবতী মায়েদের স্বাস্থ্য, স্যানিটেশন, পুষ্টিবিষয়ে শারীরিক খোঁজখবর নিয়ে থাকেন পাড়াকর্মীরা। বিশেষ করে শিশুরা আনন্দের সঙ্গে শৈশবের শিক্ষা অর্জন করেন। নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের হলুদিয়াশিয়া গ্রামের পাড়াকর্মী সেলিনা আক্তার বলেন, বেতন সামান্য হলেও শিশুদের আদর যতœ, লালন-পালন, স্বাস্থ্য সেবা, পাঠদান অনেক ভাল লাগে। নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১৬৯টি পাড়া কেন্দ্রের মধ্যে ১৩টি পাড়া কেন্দ্র পাঠদানের অনুপযোগী হয়ে পড়েলেও এ মহতি কাজে স্থানীয়রা সহযোগিতা করার কারণে অন্যত্র পাঠদানে ব্যবস্থা করায় শিক্ষা ও স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারছে শিশুরা। তবে জেলার স্থানীয়রা মনে করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্প (আইসিডিপি) পাড়া কেন্দ্রগুলোর পরিধি আরও বাড়ানো গেলে জেলার দুর্গম এলাকায় বসবাসীরা তাদের শিক্ষা ও স্থাস্থ্য সেবা গ্রহণের নাগরিক অধিকার গ্রহণ করতে পারবে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, আওয়ামী লীগ সরকার বিভিন্ন উদ্দ্যেগ গ্রহণ করার কারণে পাহাড়ে শিক্ষার আলো দ্রুত ছড়িয়ে পড়ছে। খুলনায় তিন দিনব্যাপী কৃষি মেলা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা ক্যাম্পাসে তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ। কৃষি সম্প্রসারণ অধিদফতর এবং জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প (এনএটিপি) আওতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় কৃষি বিষয়ক ২০টি স্টল অংশগ্রহণ করে। সুদের হার নামিয়ে আনার দাবিতে লক্ষ্মীপুরে সমাবেশ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১৫ ডিসেম্বর ॥ লক্ষ্মীপুরে ব্যাংক সুদের হারকে ওয়ান ডিজিটে নামিয়ে আনার সর্বসম্মত গৃহীত প্রস্তাবকে স্বাগত জানিয়ে চন্দ্রগঞ্জ থানা ব্যবসায়ী ফোরামের উদ্যোগে সোমবার দুপুরে নিউ মার্কেট প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রগঞ্জ থানা ব্যবসায়ী ঐক্য ফোরামের আহ্বায়ক সাব্বির আহম্মদ এতে লিখিত বক্তব্য পাঠ করেন।
×