ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রীস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গাড়িওয়ালা’

প্রকাশিত: ০৬:২৬, ১৬ ডিসেম্বর ২০১৪

গ্রীস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গাড়িওয়ালা’

সংস্কৃতি ডেস্ক ॥ সরকারী অনুদানে নির্মিত আশরাফ শিশির পরিচালিত চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’ আজ ১৬ ডিসেম্বর গ্রীসের রাজধানী এথেন্সের প্রাচীন ঐতিহ্যবাহী স্টুডিও সিনেমা হলে প্রদর্শিত হবে। গত ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া ১১ দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। স্থানীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে চতুর্থ এথেন্স আন্তর্জাতিক ডিজিটাল চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার অংশ হিসেবে এ চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ইরান, উত্তর কোরিয়া, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, রুমানিয়া, তাইওয়ান, নেদারল্যান্ডস, ফ্রান্স, তুরস্ক, সুইডেন ও বাংলাদেশসহ মোট ১৫টি বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। সুঅভিনেত্রী রোকেয়া প্রাচী ও প্রখ্যাত অভিনেতা রাইসুল ইসলাম আসাদ ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, সুপার হিরো সুপার হিরোইনখ্যাত ইমরান, সানসি ফারুক, আবদুর রহমান রাজীব, আর জে মুকুল ও সাকি ফারজানা, সিডর সুমন, সাজ্জাদ লিটন, মুক্তা, সম্রাট, শুভ, আবদুর রহমান রাজীব, জগন্ময় পালসহ চারশ’ নাট্যকর্মী। শিশুশিল্পীরা হলো মারুফ, কাব্য, অর্ণব, স্বপ্ন, কিন্নর ও ঋদ্ধ। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ ও সম্পাদনা করেছেন সাব্বির মাহমুদ। মিডিয়াএইড বাংলাদেশ প্রযোজিত ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর কারিগরি সহায়তায় গাড়িওয়ালা চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। গত ২৫ মে বাংলাদেশ সেন্সর বোর্ডের আনকাট সেন্সরশিপ পায় চলচ্চিত্রটি। ‘গাড়িওয়ালা’ চলচ্চিত্রে দুই ভাই এবং তাদের মায়ের গল্প গ্রামের মাঠে-নদীতে ভেসে বেড়ানো দুই ভাইয়ের গল্প। যাদের জীবন সংগ্রামে বিপর্যস্ত তাদের মা, তাদের স্বপ্ন-স্বপ্নভঙ্গ আর জীবনের কশাঘাতে এক রাতে ছোট্ট এক শিশুর সামর্থ্য পুরুষ হয়ে ওঠার গল্প। তারা প্রচ- দারিদ্র্যের মধ্যে কিভাবে গাড়িওয়ালা হয়ে উঠেছিল সেই গল্পগাথা। যে গাড়িকে কেউ কোনদিন হারাতে পারেনি সেই গল্প গাড়িওয়ালা। এ প্রসঙ্গে চলচ্চিত্রটির পরিচালক আশরাফ শিশির বলেন, এটা বড়ই আনন্দের যে, গাড়িওয়ালা চলচ্চিত্রটি ভারত-আরব সাগর পার হয়ে গ্রীক সভ্যতা ছুঁয়ে যাচ্ছে। আশা করছি চলচ্চিত্রটি আর কিছু দেশ থেকে সম্মাননা নিয়ে আসবে। সব ঠিকঠাক থাকলে এই শীতেই বাংলাদেশে মুক্তি পাবে গাড়িওয়ালা। প্রসঙ্গত, ‘গাড়িওয়ালা’ চলচ্চিত্রটি ইতোমধ্যেই গত অক্টোবর মাসে অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতে শারজা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব এবং গত নবেম্বর মাসে অনুষ্ঠিত ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
×