ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পোশাক শ্রমিকদের দক্ষতা বাড়াতে চুক্তি

প্রকাশিত: ০৬:২১, ১৬ ডিসেম্বর ২০১৪

পোশাক শ্রমিকদের দক্ষতা বাড়াতে চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ পোশাক শ্রমিকদের কারিগরি দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের জন্য স্কিল এ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম অব বাংলাদেশের (সেপ-বি) সঙ্গে পোশাক প্রস্তুত ও রফতানিকারক সংগঠন বিজিএমইএর চুক্তি হয়েছে। সোমবার বিজিএমইএর কনফারেন্স রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম বলেন, বিজিএমইএ একটি আন্তর্জাতিকমানের প্রতিষ্ঠান। আমরা দ্রুত উৎপাদনশীল পোশাক কারখানাগুলোকে নিয়ে একটি প্লাটফর্মে পৌঁছেছি। বিজিএমইএ শ্রমিকদের দক্ষতা এবং উৎপাদন ক্ষমতার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের আরও দক্ষ করে গড়ে তুলতেই এই প্রশিক্ষণ কর্মসূচীর ব্যবস্থা করা হয়েছে; যা ২০২১ সালে ৫০ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয়ের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, ভিয়েতনামের পোশাক শ্রমিকরা অনেক দক্ষ। তারা মাত্র ১৩ লাখ শ্রমিক দিয়ে ৭০ বিলিয়ন মার্কিন ডলার আয় করছে। অথচ বাংলাদেশে ৪৪ লাখ শ্রমিক দিয়ে আয় করছে মাত্র ২৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। তাই শ্রমিকদের আরও দক্ষ করে গড়ে তুলতে হবে।
×