ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এসি মিলানের জয়, জুভেন্টাসের ড্র

প্রকাশিত: ০৫:৫২, ১৬ ডিসেম্বর ২০১৪

এসি মিলানের জয়, জুভেন্টাসের ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে থামল নেপোলির জয়রথ। ইতালিয়ান সিরিএ লীগে শেষ ১১ ম্যাচ অপরাজিত থাকা নেপোলিকে পরাজয়ের স্বাদ উপহার দিল এসি মিলান। রবিবার নিজেদের মাঠ সান সিরোতে এসি মিলান ২-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নেপোলিকে। সেই সঙ্গে দুর্দান্ত এই জয়ে নিজেদের পুরনো শক্তিমত্তারও পরিচয় দিল স্বাগতিকরা। তবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাসের দিনটা মোটেও ভাল কাটেনি। কেননা এদিন তারা খর্ব শক্তির দল সাম্পদোরিয়ার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে। এর ফলে দিনের অন্য ম্যাচে জেনোয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা জুভেন্টাসের থেকে এক পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানটাকে আরও সুসংহত করল এস রোমা। রবিবার সান সিরোয় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের ছয় মিনিটেই এসি মিলানের হয়ে লিড নেন জেরেমি মেনেজ। গিয়াকোমা বোনাভেনচুরের পাস থেকে অসাধারণ একটি গোল করে দলকে এগিয়ে দেন মেনেজ। ম্যাচের প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় মিলান। বিরতির থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় মিলান। তার প্রমাণ দ্বিতীয়ার্ধের শুরুতেই মিলল। ম্যাচের ৫২ মিনিটে পাবলো আরমেরোর পাস থেকে গোল করেন প্রথম গোলের যোগানদাতা বোনাভেনচুর। এরপর বাকি সময় আর কোন দলই গোল করতে পারেনি। যে কারণে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। অন্যদিকে এগিয়ে থেকে শেষ পর্যন্ত সাম্পদোরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত গতিতে চলছে তারা। কিন্তু বছর শেষের আগেই যেন কিছু পথ হারিয়ে ফেলেছে জুভেন্টাস। এদিন নিজেদের মাঠে ম্যাচ শুরুর দ্বাদশ মিনিটে ফরাসী ডিফেন্ডার প্যাট্রিস এভরার গোলে এগিয়ে যায় জুভেন্টাস। কিন্তু এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পানেনি তারা। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে গোলটি শোধ করে দেন অতিথি দলের বদলি খেলোয়াড় মানোলো গাব্বিয়াদিনি। এর ফলে ইতালিয়ান সিরিএ লীগে টানা দুই ম্যাচ ড্র করল জুভেন্টাস। এর আগে ফিওরেন্তিনার বিপক্ষেও গোলশূন্য ড্র করেছিল তারা। ইতালিয়ান সিরিএ লীগের সবচেয়ে সফল ক্লাব জুভেন্টাস। গত কয়েক মৌসুম ধরেই এককভাবে রাজত্ব করছে তারা। কিন্তু দুর্দান্ত শুরু করেও হঠাৎ করে যেন খেই হারিয়ে ফেলল লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচ মিলে এটা টানা তিন ম্যাচের ড্র ইতালির সফলতম দলটি। গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে এ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গেও ঘরের মাঠে গোলশূন্য ড্র করে জুভেন্টাস। অন্যদিকে জেনোয়ার ঘরের মাঠ স্টেডিও কমুনাল লুইগি ফেরারিসে প্রথমার্দের ৪০ মিনিটে রোমার হয়ে একমাত্র গোলটি করেন রাদজা নাইনগোলান। মাইকনের এ্যাসিস্টে দারুণ দক্ষতায় গোলটি করেন রোমার এই বেলজিয়ান তারকা। তবে সাম্পদোরিয়ার বিপক্ষে ড্রয়ের পরও ইতালিয়ান সিরিএ লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস।
×