ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজারে জাল নোট উদ্ধারকে কেন্দ্র করে ধূম্রজাল

প্রকাশিত: ০৫:৩৯, ১৫ ডিসেম্বর ২০১৪

কক্সবাজারে জাল  নোট উদ্ধারকে কেন্দ্র করে  ধূম্রজাল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারের উখিয়ায় মাদক বিক্রি বাবদ নগদ বুঝে নেয়া সাড়ে ৪ লাখ টাকার জাল নোটের ঘটনাকে কেন্দ্র করে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে এসব জাল নোট উদ্ধার করা হলেও তাদের ছেড়ে দেয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কানাঘুষা চলছে। জেলার উখিয়া হলদিয়া পালং ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টুর সহায়তায় শনিবার রাতে ৩ লাখ ৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। অনেকে বলছেন, এসব জাল নোটের লেনদেন শুনে চেয়ারম্যান কৌশলে চোরাচালানিদের কাছ থেকে জাল টাকাগুলো উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে থানায় জমা করলেও এ ঘটনায় চোরাচালানিদের কেউ আটক না হওয়ার পেছনে রহস্য উদ্ঘাটন করা এবং জাল নোট চক্রের গডফাদারকে খুঁজে বের করা দরকার। অভিযোগে প্রকাশ, পার্বত্য নাইক্ষ্যংছড়ির ঘুমধুম কচুবনিয়া গ্রামের মৃত আব্দুল গনির পুত্র মোঃ আবুল বশর উখিয়ার সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের কাছে গত বুধবার ৪ লাখ ৪০ হাজার টাকার মাদকদ্রব্য বিক্রি করে। ওই ব্যবসায়ীরা তাকে জাল নোট ধরিয়ে দিলে সে চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু শনিবার রাত ১১টায় ৩ লাখ ৮ হাজার টাকার জাল নোট উদ্ধার করেন।
×