ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মির্জাপুরে দুই বাড়িতে ডাকাতি, গণপিটুনিতে নিহত এক

প্রকাশিত: ০৫:৩৭, ১৫ ডিসেম্বর ২০১৪

মির্জাপুরে দুই বাড়িতে ডাকাতি, গণপিটুনিতে  নিহত এক

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৪ ডিসেম্বর ॥ মির্জাপুরে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতি করে পালানোর সময় ডাকাত দলের এক সদস্য গণপিটুনিতে নিহত হয়েছে। পৃথক ডাকাতির ঘটনা ঘটে শনিবার রাতে উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া ও আনাইলবাড়ি গ্রামে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে। পুলিশ ও এলাকাবাসী জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ১৫/১৬ জনের সশস্র ডাকাতদল প্রথমে আনাইলবাড়ি গ্রামের ডাঃ মোঃ শওকত হোসেনের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ ৭০ হাজার টাকা, ৭ ভরি ওজনের স্বর্ণালংকার ও তিনটি মোবাইল সেট লুটে নিয়ে পালিয়ে যায়। রাত দেড়টার দিকে ডাকাতদল একই কায়দায় পার্শ্ববর্তী মন্দিরাপাড়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুর রহিম রহির বাড়িতে হামলা চালিয়ে নগদ ২ লাখ ২০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, ১টি ল্যাপটপ ও ৫টি মোবাইল সেট লুটে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় গ্রামের উত্তরপাড়ায় পালাগান শোনে বাড়ি ফেরার পথে এলাকার লোকজন ডাকাতির ঘটনা টের পান। পরে তারা ডাকাতদলকে ধাওয়া করে জুলহাস মিয়া ওরফে জুয়েল নামে এক ডাকাতকে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনীতে জুয়েল গুরুতর আহত হয়। পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রবিবার সকালে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি মাদারীপুর জেলার কালকীপুর গ্রামে। পিতার নাম মৃত আনোয়ার আকন্দ।
×