ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্কিন কংগ্রেসে বিল পাস রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৫:৩৫, ১৫ ডিসেম্বর ২০১৪

মার্কিন কংগ্রেসে বিল পাস রাশিয়ার বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা

মার্কিন কংগ্রেস শনিবার সর্বসম্মতভাবে রাশিয়ার ওপর নয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে একটি বিল পাস করেছে। বিলটি প্রেসিডেন্ট ওবামার কাছে পাঠানো হবে। তিনি বিলটিতে স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হয়ে কার্যকর করার পথ সুগম হবে। তবে এই বিলটিতে ওবামা স্বাক্ষর বা এতে ভেটো দিতে পারবেন। খবর এএফপির। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়েছেন, ইউক্রেন সঙ্কটের জন্য যদি ওয়াশিংটন মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তবে তার দেশও পাল্টা ব্যবস্থা নেবে। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপ করার সম্ভাবনা দেখা দেয়ার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। ইন্টারফ্যাক্স রিয়াবকভের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, আমরা উপযুক্ত জবাব দেব। তবে ঠিক মস্কো কিভাবে পদক্ষেপ নেবে তা তিনি পরিষ্কার করেননি। গত মার্চ মাসে বিরোধপূর্ণ ক্রিমিয়া উপদ্বীপের দখল নেয়ার কারণে ও পূর্ব ইউক্রেনে রাশিয়াপন্থ’ী বিদ্রোহীদের সমর্থন দেয়ায় রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্নায়ুযুদ্ধের পর বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে।
×