ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রণব মুখার্জীর অবস্থা স্থিতিশীল

প্রকাশিত: ০৫:৩৪, ১৫ ডিসেম্বর ২০১৪

প্রণব মুখার্জীর অবস্থা  স্থিতিশীল

হার্টের ‘ব্লক’ অপসারণে অস্ত্রোপচারের পর ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। শনিবার সন্ধ্যায় আর্মি রিসার্চ এ্যান্ড রেফারেল হসপিটালে তাঁর অস্ত্রোপচার হয়। বুকে ব্যাথাসহ কিছু শারীরিক সমস্যা দেখা দিলে ৭৯ বছর বয়সী এই বাঙালী রাজনীতিবিদকে শনিবার সকালেই হাসপাতালে নেয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষায় প্রণবের হৃৎপিণ্ডের ধমনীতে ব্লক ধরা পড়লে চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তার প্রেস সচিব ভেনু রাজামনিকে উদ্ধৃত করে এনডিটিভি জানায়, অস্ত্রোপচারের পর প্রণব মুখার্জীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাকে আরও কয়েকদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। তাকে সোমবার নাগাদ হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।
×