ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসে রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৪:৫৫, ১৫ ডিসেম্বর ২০১৪

বিজয় দিবসে রাজধানীর কয়েকটি সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা

১৬ ডিসেম্বর, মঙ্গলবার মহান বিজয় দিবসে রাজধানীর বেশ কয়েকটি সড়কে বাণিজ্যিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এদিন সকালে প্রধানমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সামরিক, আধা-সামরিক, দেশী-বিদেশী কূটনৈতিক, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তি রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের কারণে দুপুর ১২টা থেকে অনুষ্ঠানের শেষ পর্যন্ত বহাল থাকবে এ নিষেধাজ্ঞা। রবিবার ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যে সব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবেÑ জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস-রাজউক ক্রসিং (ফ্লাইওভার ছাড়া), আহাদ বক্স থেকে ইত্তেফাক মোড়, অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং, পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাক মোড়, দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে এবং ২৪ তলা থেকে রাজউকের দিকের সড়ক। এ ছাড়া, শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল ক্রসিং, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা-যাওয়া) করবে কিংবা অন্য কোন সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
×