ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মনোয়ারার জীবন

প্রকাশিত: ০৫:৫৬, ১৪ ডিসেম্বর ২০১৪

মনোয়ারার জীবন

রাজধানীর নটরডেম স্কুলে ক্লাস এইট পর্যন্ত লেখাপড়া করে মনোয়ারা বেগম (২০)। এরপর জীবনযুদ্ধে টিকে থাকতে লেখাপড়া ছেড়ে কাজের সন্ধানে ছুটতে হয় তাঁকে। একটু লেখাপড়া করেও কোন চাকরি বা কাজ জোটাতে না পেরে তিনি খুব ক্ষুব্ধ। বাধ্য হয়ে এক সময় শুরু করেন ভাঙ্গারী ব্যবসা। তা ছেড়ে দিয়ে নটরডেম ক্যাম্পাস এলাকায় এখন ফেরি করে বিক্রি করেন পান, সিগারেট ও চকলেট। মাত্র তিন হাজার টাকা পুঁজি তাঁর। দিনে প্রায় এক হাজার টাকার মতো বেচাকেনা করেন মনোয়ারা। এতে লাভ হয় দুই থেকে তিনশত টাকা। এ দিয়েই চলে তাঁর পরিবারের ভরণপোষণ। মনোয়ারা স্বপ্ন দেখেন সহৃদয় কোন ব্যক্তি হয়ত তাঁর প্রতি সহানুভূতির হাত বাড়াবেন। নটরডেমের সামনে থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী কে এইচ জসিম।
×