ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হেলিকপ্টারে করে আজ বরিশাল যাচ্ছেন হেফাজত আমির শফী

প্রকাশিত: ০৪:৩১, ১৪ ডিসেম্বর ২০১৪

হেলিকপ্টারে করে আজ বরিশাল যাচ্ছেন হেফাজত আমির শফী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ আহমদ শফী রবিবার সকালে হেলিকপ্টারযোগে বরিশালে আসছেন। নগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত দু’দিনব্যাপী ইসলামী সম্মেলনের শেষদিনে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বরিশাল বিভাগীয় কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের নেতারা প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে সম্মেলনের অনুমতি পেয়ে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এদিকে ইসলামী মহাসম্মেলন এবং আল্লামা শাহ্ আহমদ শফীর আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন। মহেশখালীর সø্যুইসগেট নির্মাণ দ্রুত শেষ করার দাবি মহিউদ্দিনের স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে একমাসের মধ্যে মহেশখালের সø্যুইসগেট নির্মাণ শেষ করার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি বলেন, এই এলাকায় জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। মহিউদ্দিন চৌধুরী গত শুক্রবার আয়োজিত এ সভায় বলেন, জলাবদ্ধতা নিরসন করতে মহেশখালে সø্যুইসগেট স্থাপনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এজন্য ১২ জানুয়ারির মধ্যে পদক্ষেপ নিতে হবে। তা না হলে এলাকাবাসীকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। সভায় সভাপতিত্ব করেন ডা. নুরুল ইসলাম। বক্তব্য রাখেন জসিম উদ্দিন বাবুল, ফিরোজ আহমদ, আবদুল আজিজ মোল্লা, মাহবুবুল কবির, আবদুল্লাহ আল ইব্রাহিম, এসএম সোহেল, আনোয়ার হোসেন প্রমুখ। পঞ্চগড়ে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলার আসামি তাহেরকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে তেঁতুলিয়া-ঢাকা জাতীয় মহাসড়কের জগদল বাজার এলাকায় স্থানীয়রা এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শেণীপেশার মানুষ অংশ নেয়। মুন্সীগঞ্জে আগুনে ৬ দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ী উপজেলার সুবচনী বাজারে আগুনে ছয়টি ব্যবসা প্রতিষ্ঠা ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত ১টায় আকস্মিক আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এলাকাবাসী দু’ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই যদু নাথের হার্ডওয়ার দোকান ও বস্তার গুদাম, উজ্জ্বল মিয়া ও দেলোয়ার হোসেনের ফলের দোকানসহ ছয়টি দোকান পুড়ে যায়।
×