ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাশা ডেনিমসের আইপিও আবেদন শুরু আজ

প্রকাশিত: ০৩:০৬, ১৪ ডিসেম্বর ২০১৪

শাশা ডেনিমসের আইপিও আবেদন শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ শাশা ডেনিমসের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন আজ রবিবার শুরু হবে। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। তবে অনিবাসী বাংলাদেশীদের (এনআরবি) জন্য ৩০ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। নির্ধারিত ব্যাংক শাখার পাশাপাশি নতুন নিয়মেও আবেদন জমা দেয়া যাবে। এ পদ্ধতিতে নির্ধারিত ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) তথা ব্রোকার হাউস (ট্রেকহোল্ডার) ও মার্চেন্ট ব্যাংকে আবেদন জমা দেয়া যায়। প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২৯তম সভায় শাশা ডেনিমসের আইপিও অনুমোদন পায়। কোম্পানিটি পুঁজিবাজারে ৫ কোটি শেয়ার ছেড়ে ১৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা মূল্যে কোম্পানিটি শেয়ার ইসু্যু করবে। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির প্রতি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৩ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৫২ টাকা ৯৫ পয়সা। আইপিওর মাধ্যমে সংগ্রহ করা টাকা কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, ব্যংক ঋণ পরিশোধে ব্যয় হবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এএফসি ক্যাপিটাল ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।
×