ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না’গঞ্জে বিষাক্ত পরিবেশ তৈরি করা হয়েছে ॥ কামাল লোহানী

প্রকাশিত: ০৬:২৮, ১৩ ডিসেম্বর ২০১৪

না’গঞ্জে বিষাক্ত পরিবেশ তৈরি করা হয়েছে ॥ কামাল লোহানী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতি কামাল লোহানী বলেছেন, গণতন্ত্র বলে এদেশে কোন কিছু নেই। মানুষ কথা বলতে পারছে না। প্রতিবাদ জানাতে গেলে তার প্রতিপক্ষ সহিংসতায় হিংস্রতায় তাকে দমনের চেষ্টা করছে। নারায়ণগঞ্জ তার প্রত্যক্ষ সাক্ষী। এ শহরের মানুষের মন থেকে শান্তিকে বিতাড়িত করা হয়েছে। ত্বকীকে হত্যা করে এই শহরে একটা বিষাক্ত পরিবেশ তৈরি করা হয়েছে। ভয় পাওয়ার কিছু নেই। যারা এই শহরকে অশান্ত করছে তাদের আমরা চিনি। আজ নয় বহুকাল থেকে চিনি। ঐতিহ্যের কথা বলে যারা ঐতিহ্যকে ম্লান করতে চায়, তারা বাংলাদেশকে ভালবাসে না। যদি তারা বাংলাদেশকে ভালবাসত, তাহলে হেফাজতি, জামায়াতীদের পাশে গিয়ে দাঁড়াত না। শুক্রবার সকালে নারায়ণগঞ্জের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা উদীচীর দশম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উদীচীর জেলা শাখার সভাপতি জাহিদুল হক দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন খুন হওয়া মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীর মা রওনক রেহানা। বক্তব্য রাখেন উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি মাহমুদ সেলিম, জেলা শাখার সাধারণ সম্পাদক পিন্টু সাহা। উপস্থিত ছিলেন নিহত তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি, জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, উদীচীর সংগঠক জিয়াউল ইসলাম কাজল। অনুষ্ঠানে ত্বকীর মা রওনক রেহানা বলেন, আজকে সারাদেশ সঙ্কটে নিমজ্জিত। গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। মানুষের জেগে ওঠার স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য হত্যা গুম নির্যাতন সন্ত্রাসের মধ্য দিয়ে ছড়িয়ে দেয়া হচ্ছে আতঙ্ক। উদ্বোধনী অনুষ্ঠানের পরে একটি বর্ণাঢ্য র‌্যালি নগর প্রদক্ষিণ করে।
×