ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিটির সঙ্গে নতুন চুক্তিতে হার্ট

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ ডিসেম্বর ২০১৪

সিটির সঙ্গে নতুন চুক্তিতে হার্ট

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান জো হার্ট। সিটির সঙ্গে পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার দেড় বছর আগেই এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শুধু তাই নয় ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে আরও পাঁচ বছরের নতুন চুক্তি করতে যাচ্ছেন ইংল্যান্ডের এই তারকা গোলরক্ষক। নতুন চুক্তি অনুযায়ী সিটিতে তার সাপ্তাহিক আয় হবে ১,৫২,০০০ ইউরো। গত সপ্তাহেই গোলরক্ষক জেমস মিলনারের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয় ম্যানসিটি। আর তাতেই শুরু হয় নতুন গুঞ্জন। প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়নদের সঙ্গে জো হার্টের সম্পর্ক বেশিদিন স্থায়ী হবে না। শুধু তাই নয় গত গ্রীষ্মে ওয়ালি কাবালেরো সিটিতে যোগ দেয়ায় ইত্তিহাদ স্টেডিয়ামে হার্টের ভবিষ্যত শঙ্কার মধ্যে পড়ে। কিন্তু জো হার্টের সৌভাগ্য যে এখনও ম্যানচেস্টার সিটির অভিজ্ঞ কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির প্রথম পছন্দের তালিকায় রয়েছেন। আর তাই জো হার্টও প্রিয় ক্লাব ম্যানসিটি ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না। ইত্তিহাদেই ক্যারিয়ারের ইতি টানতে চান তিনি। এ বিষয়ে এক সাক্ষাতকারে ২৭ বছর বয়সী এই তারকা গোলরক্ষক বলেন, ‘আমি জানি ক্লাবের সঙ্গে আমার চুক্তির বেশিদিন নেই। তবে আমি যতদিন সম্ভব এখানেই থাকতে চাই। আমি এই জায়গাটিকে ভালবাসি এবং ভালবাসি ম্যানসিটির সবকিছুই। আমি এখানে সুখে আছে এবং আশা করি সামনে ক্লাবের সঙ্গে আবারও চুক্তিবদ্ধ হব।’ ২০০৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন জো হার্ট। এরপর আর আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। অসাধারণ পারফর্মেন্স আর দক্ষতার পরিচয় দিয়ে গোলরক্ষক হিসেবে প্রথম পছন্দের আসনে বসে যান তিনি। যা এখনও দেখা যায়। ম্যানচেস্টার সিটির হয়ে দুটি প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। প্রকৃতপক্ষে লীগে এখন চলছে ম্যানচেস্টার সিটির দাপট। কেননা গত তিন মৌসুমের মধ্যে দুবারই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। চলতি মৌসুমেও দুর্দান্ত খেলছে ম্যানচেস্টার সিটি। গত সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর টিকেট নিশ্চিত করছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। লীগেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি। তাদের উপরে কেবল জোশে মরিনহোর চেলসি। তবে এ্যাগুয়েরো-হার্টরা যেভাবে খেলছেন চেলসিকেও টপকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সিটির।
×