ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিজয় দিবসের তথ্যচিত্র ‘অব্যক্ত কথা’

প্রকাশিত: ০৩:১৮, ১৩ ডিসেম্বর ২০১৪

বিজয় দিবসের তথ্যচিত্র ‘অব্যক্ত কথা’

স্টাফ রিপোর্টার ॥ ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশের পতাকা। সারাদেশের আপামোর জনতার অংশগ্রহণে নয় মাসের দীর্ঘ সংগ্রামের পর ডিসেম্বরে বাঙালী জাতি পেয়েছিল কাক্সিক্ষত স্বাধীনতা। বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছিল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বাঙালী জাতির জন্য গৌরবের মাস ডিসেম্বর। স্বাধীনতার চেতনায় উজ্জীবিত সাধারণ মানুষ সব সময় হৃদয়ে লালন করেন মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনাবলী। সেই লক্ষ্য সামনে রেখেই এটিএন বাংলার মহান বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারের জন্য নির্মাণ করা হয়েছে বিশেষ তথ্যচিত্র ‘অব্যক্ত কথা’। রুকসানা কবীর কাকলীর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লায়লা বানু। অনুষ্ঠানে স্মরণ করা হয়েছে সেই সব মুক্তিযোদ্ধাদের, যাঁরা দেশের জন্য দিয়ে গেছেন প্রাণ। যারা সেই সময়ে ভয়ঙ্কর দিনগুলো পার করে আজও আমাদের মাঝে রয়েছেন, তাঁরা সেই ভয়ঙ্কর দিনগুলোর বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত হয়েছেন। যারা নেই, অথচ আমাদের মাঝে রয়েছেন, তাদের সেই দিনগুলোর কথা, তাদের ত্যাগের কথা আমাদের সব সময় হৃদয়ে লালন করতে হবে। আমাদের আরও জানতে হবে, জানাতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে। সবার উপরে আমাদের ভাষা, আমাদের দেশ, আমাদের পতাকা। তথ্যচিত্র ‘অব্যক্ত কথা’ ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬-১৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।
×