ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে ‘নকশি কাঁথার মাঠ’ টেলিফিল্মের মহরত

প্রকাশিত: ০৩:১৭, ১৩ ডিসেম্বর ২০১৪

ঈশ্বরদীতে ‘নকশি কাঁথার মাঠ’ টেলিফিল্মের মহরত

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের শেখেরচকে সম্প্রতি ‘নকশি কাঁথার মাঠ’ টেলিফিল্মের শূটিং শেষ হয়েছে। হৃদয় মিডিয়া ভিশন প্রযোজিত কবি জসীম উদ্্দীনের ঐতিহাসিক নকশি কাঁথার মাঠ গল্প অবলম্বনে ‘নকশি কাঁথার মাঠ’ টেলিফিল্মটি পরিচালনা করেছেন কবি শাহীন রেজা। এর আগে শেখেরচক গ্রামে টেলিফিল্মের মহরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম। আরও বক্তব্য রাখেন সংবাদকর্মী তৌহিদ আক্তার পান্না, পরিচালক ও কবি শাহীন রেজা, অভিনেতা জিদান, আঞ্জুমানআরা, মমো, অলোকা, আসমা বেগম, রেবেকা বেগম, আলামিন, এসআরবি বাবু প্রমুখ। টেলিফিল্মের প্রধান সহকারী পরিচালক সজল ও সহকারী পরিচালক ছিলেন এম মোরশেদ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম বলেন, সংস্কৃতি চর্চা ছাড়া সমাজ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। দেশের অন্যতম স্থান ঈশ্বরদীর মানুষ সংস্কৃতি প্রিয়। এখানে রয়েছে শূটিংয়ের জন্য পরিবেশ ও লোকেশন রয়েছে। এখানে জাতীয় পর্যায়ের শিল্পীদের সমন্বয়ে মাঝে মধ্যেই ভাল গল্পের নাটক টেলিফিল্ম ও চলচ্চিত্রের শূটিং হবে এটা আমার প্রত্যাশা।
×