ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৪ বছর পূর্তিতে

চট্টগ্রামে চার দিনব্যাপী তির্যক নাট্যমেলা

প্রকাশিত: ০৩:১৬, ১৩ ডিসেম্বর ২০১৪

চট্টগ্রামে চার দিনব্যাপী  তির্যক নাট্যমেলা

সংস্কৃতি ডেস্ক ॥ তির্যক নাট্যদলের ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে চার দিনব্যাপী ‘তির্যক নাট্যমেলা’ আয়োজন করা হচ্ছে। আগামী ২৪-২৭ ডিসেম্বর চার দিনব্যাপী বর্ণাঢ্য চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে এই নাট্যমেলায় আয়োজনে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, সম্মাননা প্রদান, স্মারক প্রদর্শনী, আলোচনা, আবৃত্তি, নৃত্য, সঙ্গীতানুষ্ঠান এবং নাটক মঞ্চায়ন হবে। নাট্যমেলায় এবারের তির্যক সম্মাননা পাচ্ছেন দলের প্রতিষ্ঠাকালীন সদস্য নাট্যব্যক্তিত্ব খালেদা ফেরদৌস, তপন ভট্টাচার্য, ইসতিয়াক বাবু ও ইখতিয়ার উদ্দিন আবু। তির্যক সূত্রে জানা গেছে, নাট্যমেলার প্রথম দিন বুধবার বিকেলে তির্যক নাট্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। নাট্যমেলা উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথি থাকবেন সংস্কৃতি সচিব রণজিত বিশ্বাস। স্মারক প্রদর্শনীর উদ্বোধন করবেন আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার। প্রতিদিন গ্যালারিতে তির্যকের ৪০ বছরের এই স্মারক প্রদর্শনী চলবে। মুক্তমঞ্চে সঙ্গীত পরিবেশন করবে তির্যকের শিল্পীরা। নৃত্য পরিবেশনায় স্কুল অব ওরিয়েন্টাল ডান্স। সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকের মঞ্চায়ন হবে। বৃহস্পতিবার বিকেলে লেকচার থিয়েটারে আলোচনায় অংশ নেবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সভাপতিত্ব করবেন নাট্যজন শিশির দত্ত। এরপর মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে রক্তকরবী, উচ্চারক আবৃত্তি কুঞ্জ এবং সঞ্চারী নৃত্যকলা একাডেমি। সন্ধ্যায় ‘ইডিপাস’ নাটক মঞ্চস্থ হবে। শুক্রবার বিকেলে আলোচনা করবেন আতাউর রহমান। সভাপতিত্ব করবেন কবি আবুল মোমেন। বিকেলে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে অভ্যূদয় সঙ্গীত অঙ্গন, বোধন আবৃত্তি পরিষদ এবং গুরুকুল। সন্ধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’ নাটক মঞ্চায়ন হবে। শনিবার বিকেলে লেকচার থিয়েটারে আলোচনা করবেন মামুনুর রশিদ। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। এরপর মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে প্রমা আবৃত্তি সংগঠন, সৃজামী সাংস্কৃতিক অঙ্গন, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ এবং নটরাজ নৃত্যাঙ্গন। সন্ধ্যায় মাইকেল মধুসূদন দত্তের ‘বুড় শালিকের ঘাড়ে রোঁ’ নাটকের মঞ্চায়ন হবে। রাতে সমাপনী অনুষ্ঠান উপস্থিত থাকবেন নাট্যজন অলক ঘোষ, বিক্রম চৌধুরী, কবি অরুণ দাশগুপ্ত প্রমুখ।
×