ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রবেশ নিষেধ শামুকের...

প্রকাশিত: ০৩:০৪, ১৩ ডিসেম্বর ২০১৪

প্রবেশ নিষেধ শামুকের...

মানুষের হাতের আকারের মতো বড় শামুক যাতে নিউজিল্যান্ডে প্রবেশ করতে না পারে এ বিষয়ে সীমান্ত কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। এ ধরনের শামুক পরিবেশের জন্য ক্ষতিকর। বিশেষ করে মাদাগাস্কারে এদের বাস। এসব শামুকের আকার ১৫ সেন্টিমিটার। প্রচ- ঠা-ার মধ্যে শীতনিদ্রার মাধ্যমে এসব শামুক বেঁচে থাকে। এ ধরনের শামুক ফসল ও বন ধ্বংস করে ফেলতে পারে। এরা রং ও প্লাস্টার খেয়ে ফেলে। আর প্যারাসাইট বহন করে, যা মানুষের ম্যানিনজাইটিস রোগ সৃষ্টি করে। ২০১১ সাল থেকে গত তিন বছরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ জাতের শামুক এক লাখ ৪০ হাজার পশু ধ্বংস করেছে। বিবিসি অনলাইন।
×