ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাল্টিক সাগরে নজিরবিহীন তৎপরতা চালাচ্ছে রাশিয়া ॥ পোল্যান্ড

প্রকাশিত: ০৩:০৩, ১৩ ডিসেম্বর ২০১৪

বাল্টিক সাগরে নজিরবিহীন  তৎপরতা চালাচ্ছে   রাশিয়া ॥ পোল্যান্ড

বাল্টিক সাগরীয় অঞ্চলে রাশিয়ার নৌ এবং বিমানবাহিনী এ সপ্তাহে ‘নজিরবিহীন’ তৎপরতা চালিয়েছে বলে অভিযোগ করেছে পোল্যান্ড। তবে এতে হামলা হওয়ার ঝুঁকি নেই। ন্যাটো জোটের প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করতেই এ তৎপরতা চলছে বলে জানিয়েছে দেশটি। খবর ওয়েবসাইটের পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী তোমাজ সিয়েমোনিয়াক বলেছেন, বেশির ভাগ সামরিক কর্মকা-ই চলেছে আন্তর্জাতিক জল এবং আকাশ সীমায়। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে সুইডেনে। বাল্টিক রাষ্ট্রগুলোর মধ্যে যুক্তরাজ্যসহ ন্যাটোর মিত্রদেশগুলোর জঙ্গী বিমান ওই অঞ্চলে রাশিয়ার বিমানগুলোর ওপর নজরদারী মিশনে রয়েছে। ইউক্রেনের লড়াই অঞ্চলটিতে উত্তেজনা বাড়িয়েছে। সিয়েমোনিয়াক বলেন, রাশিয়া হামলার প্রস্তুতি নিচ্ছে না। কিন্তু তারা ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করছে। তাদের এ তৎপরতা ভাল সম্পর্ক এবং আস্থা অর্জনে সহায়ক নয়। বাল্টিকের সাবেক তিন সোভিয়েত রাষ্ট্র এস্তোনিয়া, লাতভিয়া এবং লিথুনিয়া ২০০৪ সালে ন্যাটোতে যোগ দেয়। পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সেনা ও অস্ত্র সহায়তা দিয়ে সংঘর্ষ বাড়ানোর জন্য রাশিয়াকে দোষারোপ করে আসছে ন্যাটো এবং ইউক্রেন।
×