ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কাফরুল থেকে শীর্ষ সন্ত্রাসী শ্যুটার বিল্লাল গ্রেফতার

প্রকাশিত: ০৭:১১, ১২ ডিসেম্বর ২০১৪

কাফরুল থেকে শীর্ষ সন্ত্রাসী শ্যুটার বিল্লাল গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ কাফরুল থানা এলাকা থেকে তিন সহযোগীসহ আটক করা হয়েছে শীর্ষ সন্ত্রাসী বিল্লাল ওরফে শ্যুটার বিল্লালকে। অন্যদিকে খিলক্ষেত বাজার থেকে সরকারবিরোধী আপত্তিকর লিফলেট বিতরণের সময় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে পূর্ব শেওড়াপাড়ার হোটেল ইকরার সামনে জড়ো হয় বিল্লালসহ তার সহযোগীরা। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পুলিশ তিন সহযোগীসহ বিল্লালকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিল্লাল ১৮টি মামলার আসামি ও রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী বলে কাফরুল থানার ডিউটি অফিসার রাসেল মাহমুদ জনকণ্ঠকে জানিয়েছেন। তিন হিযবুত কর্মী আটক ॥ সরকারবিরোধী আপত্তিকর লিফলেট বিতরণের সময় আটক হয়েছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন কর্মী। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় রাজধানীর খিলক্ষেত বাজার থেকে হিযবুত কর্মী নাইম (২৪), মুসা (২৫) ও আতাউরকে (২০) আটক করে পুলিশ। খিলক্ষেত থানার ডিউটি অফিসার সবুজ রাহমান হিযবুত কর্মীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
×