ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

তিন বেসরকারী হাসপাতালকে শোকজ, নয়টিকে সতর্ক

প্রকাশিত: ০৬:৫৮, ১২ ডিসেম্বর ২০১৪

তিন বেসরকারী হাসপাতালকে শোকজ, নয়টিকে সতর্ক

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশে রাজধানীর তিনটি বেসরকারী হাসপাতালকে শোকজ ও ৯টিকে সতর্ক করা হয়েছে। যথাযথ শর্ত পালন না করার দায়ে বৃহস্পতিবার অধিদফতর অভিযান চালিয়ে এসব হাসপাতালকে শোকজ ও সতর্ক করেছে। বেলা দু’টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। শোকজ করা হাসপাতালগুলো– মিরপুর দারুস সালাম রোডের মিরপুর হলি ক্রিসেন্ট হাসপাতাল, শ্যামলীর ক্রিসেন্ট হার্ট সেন্টার এবং মোহাম্মদপুর বাবর রোডের জনসেবা নার্সিং হোম এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এছাড়া রাজধানীর মিরপুর, শ্যামলী, মোহাম্মদপুর এলাকায় সতর্কপ্রাপ্ত ৯টি হাসপাতাল হলো– মিরপুর-১০ নম্বর গোল চক্করের বিএমআই হসপিটাল, কল্যাণপুরের মাইন্ড কেয়ার হসপিটাল, মোহাম্মদপুর বাবর রোডের ব্র্যাক লিম্ব এ্যান্ড ব্রেস্টফিডিং সেন্টার, শ্যামলীর ইসলাম ডায়াগনস্টিক ল্যাব, শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার এ্যান্ড স্পেশালাইজড অর্থোপেডিকস হসপিটাল, হুমায়ুন রোডের ঢাকা জেনারেল এ্যান্ড অর্থোপেডিক হসপিটাল, বাবর রোডের ইমদাদ সিতারা খান কিডনি সেন্টার, মোহাম্মদপুর বায়তুল আমান রিং রোডের ঢাকা অর্থোপেডিক হসপিটাল এবং প্রবাল হাউজিং রিং রোডের ডিপিআরসি হসপিটাল।
×