ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেসরকারী খাতে বিদ্যুত উৎপাদনে আসছে এস আলম পাওয়ার প্ল্যান্ট

প্রকাশিত: ০৬:২০, ১২ ডিসেম্বর ২০১৪

বেসরকারী খাতে বিদ্যুত উৎপাদনে আসছে এস আলম পাওয়ার প্ল্যান্ট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের বেসরকারী বিদ্যুত উৎপাদন জোনে বড় বিনিয়োগে এগিয়ে আসছে এস আলম শিল্প গ্রুপ। তাদের সহযোগী প্রতিষ্ঠান এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড বাঁশখালীতে গড়ে তুলতে যাচ্ছে বিশাল বিদ্যুত উৎপাদন কেন্দ্র। আগামী কয়েক বছরের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুত উৎপাদন কেন্দ্র উৎপাদনে যেতে ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে এস আলম পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নাছির উদ্দিন চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য প্রকাশ করেন। বৃহস্পতিবার প্রেসক্লাব পিএইচপি ভিআইপি লাউঞ্জে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। প্রেসক্লাবের অর্থ সম্পাদক শুকলাল দাশের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মহসিন চৌধুরী। এ সময় মইনুদ্দীন কাদেরী শওকত, কলিম সরওয়ার, রূপম চক্রবর্তী, নজরুল ইসলাম, মোঃ শহীদুল ইসলাম, আইয়ুব আলী, মনজুর কাদের মনজু, নূর মোহাম্মদ রফিক, রতন কান্তি দেবাশীষ, নাজিমুদ্দীন শ্যামলসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কাশিমপুর কারাগার থেকে জামিনে ছাড়া পেল তানভির সাগর-রুনি হত্যা মামলা নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১১ ডিসেম্বর ॥ সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যার ঘটনায় গ্রেফতারকৃত তানভির রহমান কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছে। বৃহস্পতিবার সকালে সে গাজীপুরে কাশিমপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করে। হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মিজানুর রহমান জানান, সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় গ্রেফতারকৃত তানভির রহমান কাশিমপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ ছিলেন। গত ২ ডিসেম্বর হাইকোর্টের বিচারক নিজামুল হক ও বিচারক নুরুল হক জায়গীরদারের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। এর আগে নিম্ন আদালত ও হাইকোর্টে বেশ কয়েকবার তানভীর রহমানের জামিন আবেদন খারিজ করে দেয়। বুধবার তার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়।
×