ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিম্নচাপ ওয়েদার বম্বে কাঁপছে ব্রিটেন, স্কুল-কলেজ বন্ধ

প্রকাশিত: ০৫:৫১, ১২ ডিসেম্বর ২০১৪

নিম্নচাপ ওয়েদার বম্বে কাঁপছে ব্রিটেন, স্কুল-কলেজ বন্ধ

‘ওয়েদার বম্ব’-এর দাপটে বিপর্যস্ত ব্রিটেনের উপকূলভাগের বিস্তীর্ণ এলাকা। গত সপ্তাহ থেকেই এই ‘ওয়েদার বম্ব’ নিয়ে সতর্কবার্তা জারি করেছিলেন আবহাওয়াবিদরা। ‘ওয়েদার বম্ব’ আসলে একটি নিম্নচাপ। অতলান্তিকে মহাসাগরে তৈরি হওয়া ওই অতিকায় নিম্নচাপই ঘুম কেড়েছে ব্রিটেনের অধিকাংশ মানুষের। সব চেয়ে খারাপ অবস্থা স্কটল্যান্ডের। সেখানে প্রায় সতেরো হাজার বাড়িতে বিদ্যুত নেই। আশি কিলোমিটার বেগে বইছে ঝড়ো হাওয়া। সেই সঙ্গে প্রবল বৃষ্টির জেরে স্কটল্যান্ডের বেশিরভাগ মানুষই এখন ঘরবন্দি। আগামী কয়েক দিনের জন্য স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, প্রায় ৪৫ ফুট উঁচুতে উঠতে পারে ঢেউ। সূত্র : ওয়েবসাইট বন্ধ হলো বাগরাম কারাগার আফগানিস্তানে ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কুখ্যাত বাগরাম কারাগার বন্ধ করে দিয়েছে। কারাগারটির বন্দীদের বিভিন্ন কারাগারে হস্তান্তর করা হয়েছে। ২০০১ সালে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা চালায়। এর পরের বছর ২০০২ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত বাগরাম কারাগারটির পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে যুক্তরাষ্ট্র। কারাগারটিতে আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের দেহরক্ষী আল নাজিরকে আটক রাখা হয়েছিল। অন্ধকারে তাকে শেকল পরিয়ে মুখ ঢেকে রাখা হতো এবং বিভিন্নভাবে নির্যাতন করা হতো। কারাগারটির অপর বন্দী ছিল তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) নেতা হাকিমুল্লাহ মাসুদ। তাকে পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে।Ñ ডন অনলাইন হোমওয়ার্ক করে দিল নাসা ইংল্যান্ডের ৪ বছরের পুঁচকে ছেলে লুকাস হুইটলি স্কুলের সায়েন্স হোমওয়ার্ক বুঝতে না পেরে একেবারে নাসা-র শরণাপন্ন হলো। স্কুলের সায়েন্স হোমওয়ার্কের তিনটে প্রশ্ন নিয়ে বেজায় সমস্যায় পড়েছিল লুকাস। বহু মাথা খাটিয়েই উত্তর খুঁজে পায়নি সে। লুকাস ঠিক করে ফেলে একেবারে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসাকে খুঁচিয়েই জবাবটা জেনে নেবে। লুকাস তার বাবাকে অনুরোধ করে সায়েন্স এ্যাসাইমেন্টে সে যে সমস্যায় পড়েছে সে সংক্রান্ত একটা ভিডিও তৈরি করে দিতে। লুকাসের নিজের বয়ানে করা তিনটি প্রশ্নের সেই ভিডিও আপলোড করা হলো নাসা-র ওয়েবসাইটে। নাসা-র ইঞ্জিনিয়ার টেড গারেফ লুকাসকে তার প্রশ্নের উত্তর দিয়ে একটি ইমেল করেন। সঙ্গে পাঠান ১০ মিনিটের একটি এ্যাডুকেশনাল ভিডিও। তবে এই প্রথম নয়। প্রশ্ন করলেই নাসা থেকে জবাব দেয়ার ঘটনা এর আগেও ঘটেছে। গত বছর ৭ বছরের ডেক্সটার নাসাকে চিঠি লিখে জানিয়েছিল সে মঙ্গলে যেতে চায়। ভবিষ্যতে মঙ্গলযাত্রী হয়ে গেলে কী কী করতে হবে তার একটা বিস্তারিত বিবরণ দিয়ে তাকে জবাব পাঠিয়েছিল নাসা। আপনারও কী মহাকাশ বিজ্ঞান নিয়ে কোনও প্রশ্ন আছে? অপেক্ষা কীসের? জিজ্ঞাসা করে ফেলুন না নাসা-কে। Ñজিনিউজ
×