ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিলিস্তিনী মন্ত্রী হত্যার জন্য ইসরাইলকে দায়ী করলেন আব্বাস

প্রকাশিত: ০৫:৫০, ১২ ডিসেম্বর ২০১৪

ফিলিস্তিনী মন্ত্রী হত্যার জন্য ইসরাইলকে দায়ী করলেন আব্বাস

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার এক মন্ত্রী জিয়াদ আবু এইনকে হত্যার দায়ে ইসরাইলি সৈন্যদের অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, আবু এইন সুস্পষ্ট অপরাধ ও বর্বরোচিত হত্যাকা-ের শিকার। পশ্চিম তীরে বিক্ষোভ চলাকালে ইসরাইলের সেনাদের সঙ্গে সংঘর্ষের পর ওই মন্ত্রীর মৃত্যু হয়। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালিন দুঃখ প্রকাশ করে বলেছেন, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। খবর আলজাজিরা ও বিবিসি। প্রকাশিত ছবিতে দেখা গেছে, গাছ লাগানো নিয়ে একটি বিক্ষোভে অংশ নেয়া ওই মন্ত্রীর গলা চেপে ধরেছে একজন ইসরাইলি সীমান্ত পুলিশ। এরপরই আবু এইন বুক চেপে ধরে মাটিতে পরে যান। ৫০ বছর বয়সী দপ্তরবিহীন এই মন্ত্রীকে দ্রুত এ্যাম্বুলেন্সে তুলে রামাল্লাহ শহরে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আবু এইনের মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এক বিবৃতিতে আব্বাস বলেছেন, আবু এইনকে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনা চুপচাপ মেনে নেব না। তদন্তের পর ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ সময় তার হাতে ইসরাইলি সেনা আবু এইনের গলা চেপে ধরে রাখার ছবি ছিল। মালালার নোবেলে আনন্দিত সোয়াতবাসী পাকিস্তানের নারী শিক্ষা অধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের নিজ শহর সোয়াতে বড় একটি টেলিভিশনে তার নোবেল শান্তি পুরস্কার গ্রহণ অনুষ্ঠান দেখে উল্লাস ও আনন্দ প্রকাশ করে শত শত মানুষ। তার এই পুরস্কারে নারী শিক্ষার মানবাধিকার স্বপ্ন সত্যি হয়ে আসবে বলে দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ অঙ্গীকার করেছেন। মালালাকে যখন তার পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে ডাকা হয় তখন তারা কয়েক মিনিট ধরে দাঁড়িয়ে সম্মান জানায়। প্রধানমন্ত্রী নওয়াজ মালালা এবং ভারতীয় শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থীকে অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তান রেডিওর বিবৃতিতে নওয়াজ বলেছেন, ‘মেয়েদের শিক্ষার ব্যাপারে মালালার স্বপ্ন অবশ্যই সত্যি হবে।’ এছাড়াও দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইনও কিশোরী মানবাধিকার কর্মী মালালাকে অভিনন্দন জানিয়েছেন। Ñ এক্সপ্রেস ট্রিবিউন অনলাইন
×