ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফাইনাল থেকে ছিটকে গেলেন গ্রেসি

প্রকাশিত: ০৫:৩৯, ১২ ডিসেম্বর ২০১৪

ফাইনাল থেকে ছিটকে গেলেন গ্রেসি

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দ্বিতীয় গ্রাঁ প্রি জয়ের দারুণ সুযোগ এসেছিল। জাপানে এনএইচকে ট্রফি জয়ের মাধ্যমে আইএসইউ ফিগার স্কেটিং গ্রাঁ প্রি ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু হতচ্ছাড়া ইনজুরির কবলে পড়ে আর অংশই নেয়া হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রের ফিগার স্কেটিং তারকা গ্রেসি গোল্ডের। বার্সিলোনায় আগামী সপ্তাহে শুরু হবে আইএসইউ গ্রাঁ প্রি। কিন্তু বাঁ পায়ে হালকা চিড় ধরা পড়েছে এ তন্বী তারকার। তাই মঙ্গলবার তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন গ্রেসি। মার্কিন ফিগার স্কেটিংয়ে বর্তমানে গ্রেসি হয়ে উঠেছেন রতœ এবং অন্যতম ভরসার প্রতীক। ১৯ বছর বয়সী এ তরুণী ইতোমধ্যেই ক্যারিয়ারের প্রথম গ্রাঁ প্রি শিরোপা জিতেছেন জাপানে এনএইচকে ট্রফি জয়ের মাধ্যমে। যদি এ বছর সোচি শীতকালীন অলিম্পিকে তেমন সুবিধা করতে পারেননি, ব্রোঞ্জ জিততে পেরেছেন। তবে ইউএস ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন এ বছর। আরেকটি গ্রাঁ প্রি হাতছানি দিয়ে ডাকছিল তাঁকে। বার্সিলোনায় এবার অনুষ্ঠিত হবে আইএসইউ ফিগার স্কেটিং ফাইনাল। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য এ আসরে গ্রেসি ছিলেন অন্যতম ফেবারিট। স্কেট আমেরিকায় এ মৌসুম তিনি শেষ করেছেন তৃতীয় স্থানে থেকে। অলিম্পিক টিমের হয়ে ব্রোঞ্জজয়ী গ্রেসির আর সেটা করা হয়ে উঠবে না। কারণ নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। কারণটা ইনজুরি। তবে সুযোগ পাওয়াটা নিশ্চিত হওয়ার পর গ্রেসি জানিয়েছিলেন তিনি বেশ উদগ্রীব হয়ে আছেন প্রতিযোগিতায় নামার জন্য। জাপানে গ্রাঁ প্রিতে ইনজুরি নিয়েই স্কেটিং করেছেন। তবু তাঁকে ঠেকানো যায়নি। তবে সে সময় ইনজুরিটার স্বরূপ সম্পর্কে তেমন ওয়াকিবহাল ছিলেন না গ্রেসি। বুঝতেও পারেননি কতটা মারাত্মক পর্যায়ে ছিল সেটি। এনএইচকে ট্রফির প্রতিযোগিতা শেষে নতুন করে আবারও ডাক্তারী পরীক্ষা করিয়েছেন গ্রেসি। এরপর ডাক্তারই তাঁকে বলেছেন সম্পূর্ণ বিশ্রামে থাকতে। গ্রেসিরও লক্ষ্য এখন বিশ্রামে থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার। কারণ আগামী মার্চে অনেক বড় প্রতিযোগিতা আসছে।
×