ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজধানীতে গৃহপরিচারিকার মৃত্যু, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

প্রকাশিত: ০৫:৩৩, ১২ ডিসেম্বর ২০১৪

রাজধানীতে গৃহপরিচারিকার মৃত্যু, সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শান্তিনগরে কর্ণফুলী গার্ডেন সিটির ২০ তলার একটি ফ্ল্যাট থেকে পড়ে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে। পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। এদিকে আজিমপুর এতিমখানার সামনে বাসের চাকায় পিষ্ট হয়ে এক নারী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিসহ কয়েকটি বাস ভাঙচুর চালায়। এ সময় প্রায় আধাঘণ্টা মিরপুর সড়ক বন্ধ ছিল। ঢাকা কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়ার্টারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে রমনা থানাধীন শান্তিনগর কর্ণফুলী গার্ডেন সিটি থেকে চম্পা বেগম (৩৫) নামে এক গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। নিহতের স্বামীর নাম হযরত আলী। গ্রামের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায়। সড়ক দুর্ঘটনায় নিহত ২ ॥ বুধবার গভীররাতে পুলিশ পুরান ঢাকার গে-ারিয়ার শহীদনগর বাজার এলাকায় লেগুনার ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক কর্মচারী নিহত হয়েছে। তিনি একটি লোহার দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামে। একইদিন রাত ১টার দিকে উত্তর মুগদা এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ি চাপায় অজ্ঞাত (৪৫) এক পথচারী নিহত হয়েছে। কারারক্ষীর মৃত্যু ॥ বৃহস্পতিবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের স্টাফ কোয়ার্টারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রতন খান (৩৫) নামে এক কারারক্ষীর মৃত্যু হয়েছে। কারারক্ষী নয়ন শেখ জানান, রতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডাকবিভাগে কর্মরত ছিলেন।
×