ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর ভেতর দিয়ে গ্যাস লাইন যাবে দক্ষিণাঞ্চলে

প্রকাশিত: ০৭:১৪, ১১ ডিসেম্বর ২০১৪

পদ্মা সেতুর ভেতর দিয়ে গ্যাস লাইন যাবে দক্ষিণাঞ্চলে

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর ভেতরেই থাকবে গ্যাস লাইন। গ্যাস লাইন সম্প্রসারিত করা হবে দক্ষিণাঞ্চলের ১৯ জেলায়। বুধবার সরেজমিন পরিদর্শনে আসেন গ্যাস টান্সমিশন কোম্পানি লিমিটেডের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তা। তারা সেতুর প্রথম পয়েন্ট ‘মাওয়া’ ও শেষ পয়েন্ট ‘জাজিরা’ ঘুরে দেখেন। এই দু’টি পয়েন্ট থেকেই গ্যাস লাইন যুক্ত ও ছড়িয়ে দেয়া হবে। পরিদর্শন দলের এক সদস্য বলেন, পদ্মা সেতুর ভেতর দিয়েই গ্যাস লাইন স্থাপন চুক্তির মধ্যেই উল্লেখ রয়েছে। এ ব্যাপারে পরামর্শক ছাড়াও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের বিশেষজ্ঞের মতামত অনুযায়ী এই কর্মকা- পরিচালিত হবে। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল জানান, মূল সেতুর কাজ ও এ্যাপ্রোচ রোড ছাড়াও গ্যাস লাইন, রেল লাইন, নদী শাসন নিয়েও নানা পরিদর্শন এবং পরিকল্পনা চলছে। পরিদর্শন দলে ছিলেন কোম্পানির জেনারেল ম্যানেজার (অপারেশন) নিজামূল হাসান শেরীফ, জেনারেল ম্যানেজার (প্ল্যানিং) রোকসানা নাজমা ইছহাক, জেনারেল ম্যানেজার (ডিজাইন ও ডেভেলপমেন্ট) আলী মোঃ আল মামুন, জেনারেল ম্যানেজার (ট্রান্সমিশন-ওয়েস্ট) ইছহাক উদ্দিন ও প্রকল্প পরিচালক জাহির উদ্দিন।
×