ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস বন্ধ, ৬শ’ যান আটকা

প্রকাশিত: ০৭:০৭, ১১ ডিসেম্বর ২০১৪

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস বন্ধ, ৬শ’ যান আটকা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়াশার কারণে বুধবার রাত ৮টা থেকে বন্ধ হয়ে গেছে। কুয়াশা এতটাই ঘন যে খুব কাছের বস্তুও দেখা যাচ্ছে না। তাই মাঝপদ্মায় সহস্রাধিক যাত্রী ও বেশ কিছু যান নিয়ে আটকা পড়েছে সাতটি ফেরি। ফেরি বন্ধ হয়ে যাওয়ায় দু’পারে পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যান। বুধবার সাড়ে ১২ ঘণ্টা এবং মঙ্গলবার পৌনে ১১ ঘণ্টা কুয়াশার কারণে ফেরি সার্ভিস বন্ধ থাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। গভীর রাতে ও ভোরে কুয়াশা পড়লেও সন্ধ্যা রাতে পরপর দু’দিন কুয়াশার ঘটনা এবারই প্রথম। মৃদু শৈত্যপ্রবাহ হঠাৎ বেড়ে যাওয়ায় সন্ধ্যায়ও কুয়াশা পড়ছে। আগামী তিন থেকে চারদিন এ ধরনের কুয়াশা থাকতে পারে বলে জানা গেছে।
×