ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রশ্নপত্র ফাঁস ॥ নীলফামারীতে শিক্ষক বরখাস্ত

প্রকাশিত: ০৬:২১, ১১ ডিসেম্বর ২০১৪

প্রশ্নপত্র ফাঁস ॥ নীলফামারীতে শিক্ষক বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১০ ডিসেম্বর ॥ আদিতমারীতে গণিতের প্রশ্নপত্র ফাঁস, ৪১ স্কুলে পরীক্ষা স্থগিত শিরোনামে ৭ ডিসেম্বর জনকণ্ঠের প্রথম পাতায় খবর প্রকাশ হয়েছে। এই খবরের ভিত্তিতে তদন্ত করে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত সন্দেহে সাপ্টিবাড়ি নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলামকে স্কুল ম্যানেজিং কমিটি মঙ্গলবার সন্ধ্যায় স্কুল ব্যবস্থাপনা কমিটির মিটিং ডেকে সাময়িক বরখাস্ত করেছে। জেলার আদিতমারী উপজেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক জানান, ৬ ডিসেম্বর জেলার আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়নের ৪১টি নিম্ন মাধ্যমে ও মাধ্যমিক স্কুলের ৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণীর গণিত বিষয়ে প্রশ্নপত্র ফাঁসের খবর ছড়িয়ে পড়ে। তাই পরীক্ষা স্থগিত করা হয়।
×