ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জিমিদের চূড়ান্ত পরীক্ষা আজ

প্রকাশিত: ০৫:৫৪, ১১ ডিসেম্বর ২০১৪

জিমিদের চূড়ান্ত পরীক্ষা আজ

স্পোর্টস রিপোর্টার ॥ নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় হকি দলের ক্যাম্পে ফিরলেও এখনও ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারেনি চার খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি, জাহিদ হোসেন, কামরুজ্জামান রানা ও ইমরান হাসান পিন্টু। এ বিষয়ে জানতে চাইলে দলের সহকারী কোচ মামুনুর রশিদ বলেন, ‘ট্রায়াল চলছে। সিনিয়র খেলোয়াড়দের ফিজিক্যাল টেস্ট হবে। বুধবার অনুর্ধ-২১ দলের খেলোয়াড়রা ক্যাম্পে যোগ দিয়েছে। তাদেরও দেখব। এখন ক্যাম্পে ৩৮ জন আছে। সেখান থেকে দশজনকে বাদ দিয়ে ২৮ জন করা হবে। মূল স্কোয়াড ঘোষণা করতে হাতে এখনও প্রায় ১০-১৫ দিন সময় আছে। বৃহস্পতিবার আমরা সিনিয়রদের ফিজিক্যাল টেস্ট নিয়ে দেখব তারা আগের তুলনায় কতটা ফিট হয়েছে।’ প্রথম ফিটনেস পরীক্ষাতে শতভাগ উৎরাতে পারেননি। দ্বিতীয়বারেরটা নিয়েও শঙ্কায় আছেন জিমি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে অনুশীলন করা আর দলের সঙ্গে করাটা এক নয়। যে কারণে মূলত ফিটনেস ঘাটতি দেখা দিয়েছে। তবে ফিটনেস টেস্টে পাস করতে আপ্রাণ চেষ্টা করব।’
×