ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় ভারোত্তোলনে সাবিরা ও রেশমার রেকর্ড

প্রকাশিত: ০৫:৫৪, ১১ ডিসেম্বর ২০১৪

জাতীয় ভারোত্তোলনে সাবিরা ও রেশমার রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে চলছে জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা। বুধবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ৪৮ কেজি ওজন শ্রেণীতে ক্লিন এ্যান্ড জার্কে ৭৮ কেজি উত্তোলন করে জাতীয় রেকর্ড গড়েন মোল্লা সাবিরা সুলতানা। সব মিলিয়ে দেশসেরা এ ভারোত্তোলক উত্তোলন করেন (স্ন্যাচে ৬০ ও জার্কে ৭৮) মোট ১৩৪ কেজি। মেয়েদের ৪৪ কেজিতে ক্লিন এ্যান্ড জার্কে বিজেএমসির রেশমা ৬৮ কেজি উত্তোলন করে নতুন জাতীয় রেকর্ড গড়েন। তিনি (স্ন্যাচে ৫৩ ও জার্কে ৬৮) মোট ১২১ কেজি তুলে রেকর্ড গড়েন। পুরুষ সিনিয়র ৬৯ কেজিতে সেনাবাহিনীর হামিদুল ইসলাম, পুরুষ সিনিয়র ৬২ কেজিতে সেনাবাহিনীর শিমুল কান্তি সিংহ, পুরুষ সিনিয়র ৫৬ কেজিতে আনসারের আইন উদ্দিন, পুরুষ জুনিয়র ১০৫ কেজিতে রাজশাহীর সাজ্জাদ হোসেন, পুরুষ জুনিয়র ১০৫ কেজি প্লাস ওজন শ্রেণীতে বাগেরহাটের মিঠুন প্রথম হন।
×