ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম কাস্টমসে পিসিইউ স্থাপনের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৩:৪২, ১১ ডিসেম্বর ২০১৪

চট্টগ্রাম কাস্টমসে পিসিইউ স্থাপনের সিদ্ধান্ত

অর্থনেতিক রিপোর্টার ॥ শুল্ক ব্যবস্থাপনার আধুনিকায়নের অংশ হিসেবে চট্টগ্রাম কাস্টমস হাউসে পোর্ট কন্ট্রোল ইউনিট (পিসিইউ) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী বছরের ৫ জানুয়ারি থেকে পিসিইউ কাজ শুরু করবে। বুধবার সচিবালয়ে পিসিইউ স্থাপনের লক্ষ্যে জাতিসংঘের মাদক ও অপরাধ প্রতিরোধ বিষয়ক সংগঠন (ইউএনওডিসি) এবং বাংলাদেশ কাস্টমসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশ কাস্টমসের পক্ষে এনবিআরের সদস্য সুলতান মোঃ ইকবাল ও ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার প্রতিনিধি ক্রিসটিনা এ্যালবার্টেন স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান ও ইউএনওডিসির ব্যবস্থাপনা পরিচালক ইউরি ফেডোটব, এনবিআরের শুল্ক গোয়েন্দা ও নিরীক্ষার প্রথম সচিব মোহাম্মদ আকবর হোসেন। আন্তর্জাতিক পণ্য চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে পোর্ট কন্ট্রোল ইউনিট (পিসিইউ) গঠন করা হয়েছে।
×