ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মংলা ইপিজেডে চীনা জিপার শিল্পে ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

প্রকাশিত: ০৩:৪২, ১১ ডিসেম্বর ২০১৪

মংলা ইপিজেডে চীনা জিপার শিল্পে ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ

চীনা কোম্পানি মেসার্স এইচএম জিপার (বিডি) কো. লিমিটেড মংলা রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় একটি জিপার কারখানা স্থাপন করতে যাচ্ছে। সম্পূর্ণ বিদেশী মালিকানাধীন এই কারখানায় প্রায় ৮০ লাখ মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বার্ষিক ৩৪৮০ টন জিপার, ২৮৫০ টন পলিস্টার সেলাই সুতা এবং ১৯০০ টন এমব্রয়ডারি সুতা উৎপাদন করবে। এইচএম জিপার কারখানায় ৭২০ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এইসব সরঞ্জাম লাগেজ ও ব্যাগ প্রস্তুতে ব্যবহৃত হবে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় বেপজা নির্বাহী দফতরে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ও মেসার্স এইচএম জিপার (বিডি) কো. লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্ত স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) সৈয়দ নুরুল ইসলাম এবং মেসার্স এইচএম জিপার (বিডি) কো. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজ ঝা কাইলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তিতে স্বাক্ষর করেন। -বিজ্ঞপ্তি।
×