ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃষি গবেষণায় অবদান ড. হাছানুজ্জামানের আন্তর্জাতিক পুরস্কার লাভ

প্রকাশিত: ০৫:০৮, ১০ ডিসেম্বর ২০১৪

কৃষি গবেষণায় অবদান ড. হাছানুজ্জামানের আন্তর্জাতিক পুরস্কার লাভ

কৃষি ও জীববিজ্ঞান গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষিতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মীর্জা হাছানুজ্জামান ‘দি ওয়ার্ল্ড একাডেমি অব সাইন্সেস’ এবং বাংলাদেশ একাডেমি অব সাইন্স ইয়াং সাইন্টিস্ট এ্যাওয়ার্ড ২০১৪ এর জন্য চুড়ান্তভাবে মনোনীত হয়েছেন। ইতালিভিত্তিক বিজ্ঞান সংস্থা দি ওয়ার্ল্ড একাডেমি অব সাইন্সেস এবং বাংলাদেশ বিজ্ঞান একাডেমি তাঁর পুরস্কার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অচিরেই সংস্থা দু’টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর মাধ্যমে ড. মীর্জা হাছানুজ্জামানকে একটি স্বর্ণপদক, দু’টি সংস্থার পক্ষ থেকে আলাদাভাবে সার্টিফিকেট এবং প্রাইজমানি প্রদান করবে। তার এই অনন্য অর্জনের জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মো. শাদাত উল্লা, প্রো-ভিসি ও ট্রেজারারসহ শিক্ষকবৃন্দ তাকে অভিনন্দন জানান। ড. মীর্জা হাছানুজ্জামান লবণাক্ততা, খরা, বিষাক্ত ধাতব পদার্থ, উচ্চ তাপমাত্রা পীড়িত উদ্ভিদে নাইট্রিক অক্সাইড ও সেলেনিয়াম প্রয়োগে সফলতা পান এবং পর্যবেক্ষণে দেখেন যে এক্ষেত্রে অক্সিডেটিভ স্ট্রেসের পরিমাণ ২৫-৩৫ শতাংশ হ্রাস পায়। তার গবেষণার ফলাফলসমূহের ভিত্তিতে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা পরিবেশগত প্রতিকূলতার বিরুদ্ধে উচ্চ ফলনশীল ও উপযুক্ত জাত উদ্ভাবনে কাজ করছেন। তার লেখা ইউরোপ ও আমেরিকা থেকে প্রকাশিত ১০টি খ্যাতনামা বইয়ে স্থান পেয়েছে। তিনি ৩৫টি আন্তর্জাতিক বিজ্ঞান বিষয়ক সংস্থার সদস্য। ড. হাছানুজ্জামান রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এজি (অনার্স) এবং এমএস (কৃষিতত্ত্ব) ডিগ্রী লাভ করেন এবং উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। -বিজ্ঞপ্তি
×