ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৪৩ বছর পর স্মরণসভা এক শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের দায়িত্ব নিলেন ডিআইজি নুর

প্রকাশিত: ০৫:০৬, ১০ ডিসেম্বর ২০১৪

৪৩ বছর পর স্মরণসভা এক শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের দায়িত্ব  নিলেন ডিআইজি নুর

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৯ ডিসেম্বর ॥ স্বাধীনতার ৪৩ বছর পর গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মজিবর রহমান মুন্সি নামে এক শহীদ মুক্তিযোদ্ধার স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান সহযোদ্ধা বড় ভাই ওই শহীদ মুক্তিযোদ্ধা মজিবুর রহমানের পরিবারের জীবিত সদস্যদের দায়িত্ব নেন। এছাড়া তিনি উক্ত শহীদ পরিবারের প্রত্যেক সদস্যের হাতে কিছু উপহার তুলে দেন। তিনি স্মরণসভায় আগত মুক্তিযোদ্ধাদের হাতে শীতের পোশাকও তুলে দেন। তিনি নিজেই ওই সহযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। সোমবার ছিল এ শহীদ বীর মুক্তিযোদ্ধার ৪৪তম শাহাদৎ বার্ষিকী। এ উপলক্ষে ওইদিন দুপুরের পর গোপালগঞ্জ জেলা পুলিশ শহীদ মুক্তিযোদ্ধার কাশিয়ানী উপজেলার কাকদি গ্রামের বাড়িতে স্মরণসভার আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, রাজবাড়ীর পুলিশ সুপার তাপবুন নাসরীন, মাদারীপুরের পুলিশ সুপার খন্দকার ফরিদুল ইসলাম, শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান জানে আলম বিরু, যুদ্ধকালীন কমান্ডার আমিনুল রহমান তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ এনায়েত হোসেন। অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এর আগে ডিআইজি মাহ্ফুজুল হক নুরুজ্জামান জেলার মুকসুদপুরে মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতের পোশাক বিতরণ করেন।
×