ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আফ্রিদি-হারিসের ব্যাটে পাকিস্তানের জয়

প্রকাশিত: ০৭:৩২, ৯ ডিসেম্বর ২০১৪

আফ্রিদি-হারিসের ব্যাটে পাকিস্তানের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ হারিস সোহাইল ও শহীদ আফ্রিদির দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের সৌজন্যে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩ উইকেটের নাটকীয় জয় পেয়েছে পাকিস্তান। দুবাইয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করে কিউইরা। জবাবে সমান ৭ উইকেট হারিয়ে মাত্র ৩ বল বাকি থাকতে জয়ের বন্দরে নোঙ্গর করে মিসবাহ-উল হকের দল। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৮৫ রান (১০৯ বল, ৫ চার ১ ছক্কা) করে অপরাজিত থাকেন হারিস। এটি তাঁর ক্যরিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। আট নম্বরে নেমে ৫১ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬১ রান করে দারুণ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ‘বুম বুম’ আফ্রিদি। আহমেদ শেহজাদ ২৮ ও সরফরাজ আহমেদ করেন ২৬ রান। কিউইদের হয়ে ড্যানিয়েল ভেট্টরি-জিমি নিশাম প্রত্যেকে নেন ২টি করে উইকেট। এর আগে নিউজিল্যান্ড ফাইটিং স্কোর গড়ে মূলত রস টেইলরের দুরন্ত সেঞ্চুরির ওপর ভর করে। ১৩৫ বলে ৯ চার ও ১ ছক্কায় ১০৫ রানে অপরাজিত থাকেন তিনি। সাবেক ‘ব্ল্যাক ক্যাপস’ অধিনায়কের ক্যারিয়ারের ১১তম ওয়ানডে সেঞ্চুরি এটি। ড্যানিয়েল ভেট্টরি ২৭ ও এ্যান্টন ডেভিচিস ২৬ রান উল্লেখ্য। পাকিস্তানের হয়ে পেসার মোহাম্মদ ইরফান ৩টি, ওয়াহাব রিয়াজ ২টি ও শহীদ আফ্রিদি নেন ১টি করে উইকেট। এ জয়ে পাঁচ ওয়ানডের সিরিজে ১-০তে এগিয়ে গেল পাকিস্তান। স্কোর ॥ নিউজিল্যান্ড ২৪৬/৭ (৫০ ওভার)। পাকিস্তান ২৫০/৭ (৪৯.৩ ওভার) ফল ॥ পাকিস্তান ৩ উইকেটে জয়ী সিরিজ ॥ পাঁচ ম্যাচের ওয়ানডে পাকিস্তান ১-০তে এগিয়ে।
×